Homeখেলাধুলাম্যাচের আগে মৃত মায়ের সাথে কথা বলেন ব্রুজ কোচ

ম্যাচের আগে মৃত মায়ের সাথে কথা বলেন ব্রুজ কোচ


চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের মহারণের আগে এক অনন্য মানসিক প্রস্তুতির কথা জানালেন বেলজিয়ান ক্লাব ব্রুজের কোচ নিকি হায়েন। প্রতিটি ম্যাচের আগে প্রয়াত মায়ের সঙ্গে নাকি ‘কথা বলেন’ তিনি। বিশ্বাস করেন, এটি তার জন্য একধরনের শক্তির উৎস।

‘প্রতিটি ম্যাচের আগে আমি মায়ের সঙ্গে কথা বলি। তিনি চার বছর আগে অনেক তাড়াতাড়ি চলে গেছেন,’ সোমবার সংবাদ সম্মেলনে বলেন হায়েন। ‘গত বছর লিগ প্লে-অফের আগে তাকে বলেছিলাম, আমরা কিছু পাগলামি করতে চাই। শেষ পর্যন্ত সেটার ফলাফল ছিল চ্যাম্পিয়নশিপ জয়।’

গত বছর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ক্লাব ব্রুজের দায়িত্ব নিয়ে তাদের লিগ শিরোপা জিতিয়েছিলেন হায়েন। সেই সাফল্যের পর গত জুনে তাকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার কোচিংয়েই এবার চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের দোরগোড়ায় ব্রুজ, পাশাপাশি ঘরোয়া লিগেও তারা দ্বিতীয় স্থানে রয়েছে।

তবে মঙ্গলবার ইতালির মাটিতে কঠিন পরীক্ষার অপেক্ষা করছে ক্লাব ব্রুজের জন্য। প্রথম লেগে ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও, অ্যাটালান্টার মাঠে লড়াইটা সহজ হবে না বলেই মনে করেন হায়েন।

‘অ্যাটালান্টা আক্রমণাত্মক খেলবে, তারা ঘরের মাঠে আরও আধিপত্য বিস্তার করতে চাইবে। আমাদের নিজেদের খেলায় মনোযোগী থাকতে হবে এবং প্রথম লেগের মতোই ট্যাকটিক্যাল ডিসিপ্লিন দেখাতে হবে,’ বলেন তিনি।

‘আমাদের সাহসী ফুটবল খেলতে হবে, তবে সেটা যেন অযথা ঝুঁকিতে না পরিণত হয়।’

নিকি হায়েনের মায়ের স্মৃতি আর দৃঢ় বিশ্বাস এবার কি ক্লাব ব্রুজকে চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে তুলতে পারবে? উত্তর মিলবে বার্গামোর উত্তপ্ত রাতেই!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত