ঈদের ছুটির পর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরুতেই দাপট দেখিয়েছে শীর্ষে থাকা আবাহনী। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা। ম্যাচটিতে তাদের হয়ে রেকর্ড ফিফটি করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। দিনের অপর ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছে টেবিলের দ্বিতীয়স্থান দখল করেছে মোহামেডান। তামিম ইকবালের না থাকার দিনে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেয়েছে তারা। এ ছাড়াও অপর ম্যাচে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগে ব্যাটি করে ১৭৭ রানে থামে প্রাইম ব্যাংক। একাই ৬১ বলে ৮৯ রানের ইনিংস খেলেছেন প্রাইম ব্যাংকের ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি। ৩.২ ওভারে মাত্র ৫ রান খরুচে ৪ উইকেট নেন তাইজুল ইসলাম। তার স্পিন বিষে নীল হয়ে যায় প্রাইম ব্যাংকের ব্যাটিং অর্ডার। রান তাড়ায় ২০ ওভার বাকি রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় মোহামেডান। ছোট লক্ষ্য হলেও শুরুতে চাপে পড়ে ছিল মোহামেডান। প্রথম ওভারেই রান করার আগে ফেরেন ওপেনার রনি তালুকদার। ৩৮ রান তুলতেই নেই টপ অর্ডারের তিন ব্যাটার। এরপর অধিনায়ক তাওহীদ হৃদয়ের ৫৭ ও মিরাজের অপরাজিত ৬৭ রানে চড়ে জয় তুলে মাঠ ছাড়ে মোহামেডান। ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে তারা।
বিকেএসপির ৩নং মাঠে ১০ উইকেটের জয় পেয়েছে টেবিলের শীর্ষে থাকা আবাহনী। মোসাদ্দেক হোসেন সৈকতের স্পিন ঘূর্ণিতে আগে ব্যাটিং করা শাইনপুকুরকে ৮৮ রানে আটকে দেয় তারা। এরপর ইমনের রেকর্ড ফিফটিতে ৬.৪ ওভারেই ম্যাচ শেষ করে আবাহনী। বিধ্বংসী ইনিংসের প্রথম ১৫ বলে ফিফটি করেন ইমন। লিস্ট ‘এ’ ক্রিকেটে বটেই, স্বীকৃত ক্রিকেটেই এটি বাংলাদেশের দ্রুততম ফিফটি। এতদিন রেকর্ডটি ছিল হাবিবুর রহমান সোহানের দখলে। চার বছর আগে লিস্ট ‘এ’ সংস্করণে ১৮ বলে ফিফটি করেছিলেন তিনি। সেদিন ৬১ বলে ১১৭ রানের ইনিংস খেলার পথে মাত্র ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তরুণ ওপেনার। যা এখনো এই সংস্করণে দেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
বিকেএসপির ৪নং মাঠে নাঈম ইসলামের ব্যাটে জিতেছে গুলশান ক্রিকেট ক্লাব। আগে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৫৮ রান তোলে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। পরে ২ উইকেট রেখেই সেটা পেরিয়ে গেছে লিগের নবাগত দল গুলশান।