Homeখেলাধুলামেসিবিহীন আর্জেন্টিনার ফিফা র‌্যাঙ্কিংয়ে অভিনব কীর্তি

মেসিবিহীন আর্জেন্টিনার ফিফা র‌্যাঙ্কিংয়ে অভিনব কীর্তি


দলের অধিনায়ক ও প্রাণ ভোমরা লিওনেল মেসি নেই মাঠে, তবুও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা পুরো বিশ্বের ফুটবল দলগুলোর মাঝে দুর্দান্তভাবে ধরে রেখেছে তাদের আধিপত্য! চোটের কারণে অধিনায়ক মেসির অনুপস্থিতিতেও বিশ্বকাপ বাছাই পর্বে দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। পরপর দুই ম্যাচে জয় তুলে নিয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আরও মজবুত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে টানা দুই ম্যাচেই দুর্দান্ত দুই জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। দলপতি লিওনেল মেসি মাংসপেশির চোটের কারণে মাঠের বাইরে থাকলেও, কোচ লিওনেল স্কালোনির চৌকস পরিকল্পনায় একের পর এক জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা। তাদের কাছে পাত্তাই পায়নি ব্রাজিল-উরুগুয়ের মতো প্রতিপক্ষরা।

এই জয়গুলো মেসি-আলভারেজদের শুধু বিশ্বকাপে খেলার নিশ্চয়তা দেয়নি, বরং ফিফা র‌্যাঙ্কিংয়ে টানা দুই বছরের শীর্ষ অবস্থানও নিশ্চিত করেছে। এই নজিরবিহীন ধারাবাহিকতায় আর্জেন্টিনা এখন বিশ্বের সেরা পাঁচ দল যারা দীর্ঘসময় ধরে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল সেই তালিকায় ঢুকে পড়েছে।

ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স ও স্পেন তাদের সাম্প্রতিক ম্যাচগুলোতে পয়েন্ট হারানোর কারণে শীর্ষ স্থান আরও সুসংহত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে, টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে ইংল্যান্ডও শীর্ষ দশের মধ্যে নিজেদের অবস্থান মজবুত করেছে।

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার সময়কাল হিসেবে আর্জেন্টিনা এখন পঞ্চম স্থানে। ২০২৩ সালের এপ্রিল থেকে এই যাত্রা শুরু, যা এখনো অব্যাহত। স্পেন, বেলজিয়াম এবং ব্রাজিলের লম্বা শীর্ষস্থানের রেকর্ডগুলোর কাছে না পৌঁছাতে পারলেও, বর্তমান শীর্ষ অবস্থানই প্রমাণ করে গত দুই বছর ধরে বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার অপ্রতিরোধ্য আধিপত্য।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত