Homeখেলাধুলামেলবোর্নে দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার দাপট

মেলবোর্নে দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার দাপট



মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন শেষেও অস্ট্রেলিয়া তাদের শক্ত অবস্থান ধরে রেখেছে। যশস্বী জয়সওয়ালের দারুণ ৮২ রানের ইনিংস সত্ত্বেও, ভারত দিনের খেলা শেষে ৫ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করেছে এবং এখনো স্বাগতিকদের থেকে ৩১০ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনের শুরুতে স্টিভ স্মিথ তার ৩৪তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন, যা ভারতের বিপক্ষে তার ১১তম। এই শতকের মাধ্যমে ভারতের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিলেন স্মিথ। স্মিথের এই ইনিংসে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৭৪ রানের বিশাল স্কোর দাঁড় করায়।

স্মিথকে সঙ্গ দিয়ে প্যাট কামিন্স ৪৯ রান করেন, এবং মিচেল স্টার্কও দ্রুত রান তোলেন। ভারতের পক্ষে জসপ্রিত বুমরাহ ৯৯ রানে ৪ উইকেট নিয়ে বোলিং আক্রমণে কিছুটা প্রাণ ফেরান।

অস্ট্রেলিয়ার বড় স্কোরের জবাবে ভারতের শুরুটা ভালো হয়নি। অধিনায়ক রোহিত শর্মা প্যাট কামিন্সের বলে মাত্র ৩ রান করে ফিরে যান। এরপর যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল ইনিংস মেরামতের চেষ্টা করেন, তবে চা-বিরতির ঠিক আগে রাহুল কামিন্সের এক দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে যান।

যশস্বী তার আগের কয়েকটি ব্যর্থ ইনিংসের পর এখানে নিজের সামর্থ্যের প্রমাণ দেন। অস্ট্রেলিয়ান পেসারদের বিপক্ষে দারুণ পায়ের কাজ দেখিয়ে এবং স্পিনার নাথান লায়নকে আত্মবিশ্বাসের সঙ্গে সামলান। তবে দিনের শেষ ভাগে কিছুটা ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে ফিরে যান তিনি। যশস্বীর আউটের ঠিক কয়েক বল পরেই স্কট বোল্যান্ডের বলে ৩৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি।

দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ১৬৪। শেষ দিকে নাইটওয়াচম্যান আকাশ দীপও বোল্যান্ডের শিকার হন। ভারতের ব্যাটিং ধসে অস্ট্রেলিয়ার আধিপত্য আরও দৃঢ় হয়।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ৪৭৪ (স্টিভ স্মিথ ১৪০, মার্নাস লাবুশেন ৭২; জসপ্রিত বুমরাহ ৪-৯৯)

ভারত: ১৬৪/৫ (যশস্বী জয়সওয়াল ৮২; প্যাট কামিন্স ২-৫৭, স্কট বোল্যান্ড ২-২৪)

ভারত এখনো ৩১০ রানে পিছিয়ে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত