Homeখেলাধুলামুশফিক-মাহমুদউল্লাহর ভবিষ্যতের সিদ্ধান্ত নির্বাচকদের হাতে

মুশফিক-মাহমুদউল্লাহর ভবিষ্যতের সিদ্ধান্ত নির্বাচকদের হাতে


বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না হওয়ায় সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হয়েছে টাইগাররা—একটিও জয় না পাওয়া দলের পারফরম্যান্সের সঙ্গে তাল মিলিয়ে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও ছিলেন নিষ্প্রভ। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মুশফিক, আর মাহমুদউল্লাহ এক ম্যাচে সুযোগ পেয়েও সুবিধা করতে পারেননি। ফলে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সোমবার অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮তম বোর্ড সভায় বিষয়টি আলোচনায় আসে। তবে তাদের ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার কোনো সিদ্ধান্ত জানায়নি বোর্ড। বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম স্পষ্ট করে কিছু না বললেও বিষয়টি নির্বাচকদের হাতে ছেড়ে দিয়েছেন।

তিনি বলেন, ‘এটা খুব কঠিন প্রশ্ন। তাদের পারফরম্যান্স, ফিটনেস ও বয়সের কথা বিবেচনা করলে- এটা আমার সিদ্ধান্ত নয়, নির্বাচকদের। আমার পক্ষে মন্তব্য করাটা সঠিক হবে না। তবে বিষয়টি সহজ হবে না, এটা নিশ্চিত।’

মুশফিক-মাহমুদউল্লাহ নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন কি না, এমন প্রশ্নেও ফাহিম সরাসরি কিছু বলেননি। তিনি জানান, ‘এই মুহূর্তে এ নিয়ে কিছু বলার অবস্থায় নেই।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত