Homeখেলাধুলামায়ামির নায়ক ২০ বছরের ক্রেমাশ্চি, ম্লান মেসি-সুয়ারেজ

মায়ামির নায়ক ২০ বছরের ক্রেমাশ্চি, ম্লান মেসি-সুয়ারেজ


ইন্টার মায়ামির এক ঝলক তারকার মধ্যেও ম্যাচের ভাগ্য গড়ে দিলেন মায়ামির ২০ বছর বয়সী মার্কিন মিডফিল্ডার বেঞ্জামিন ক্রেমাশ্চি। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের মতো বিশ্বসেরা তারকাদের ছাপিয়ে তার একমাত্র গোলেই ইন্টার মায়ামি ১-০ ব্যবধানে হারিয়ে দিল ‍লিগের অপরাজিত দল কলম্বাস ক্রু-কে। মেজর লিগ সকারের (এমএলএস) পূর্বাঞ্চলের দুই অপরাজিত দলের লড়াইয়ে মায়ামিই হাসল শেষ হাসি।

৬০ হাজারের বেশি দর্শকে ভরা কলম্বাসের হোম গ্রাউন্ডে দারুণভাবে শুরু করেছিল স্বাগতিক দল। বল দখলের দিক দিয়ে (৫৯.৬ শতাংশ) এগিয়ে থাকলেও সুযোগ কাজে লাগাতে পারেনি উইলফ্রিড ন্যান্সির শিষ্যরা।

উল্টো ম্যাচের ৩০ মিনিটে দুর্দান্ত এক ক্রসে হেড করে গোল করেন ক্রেমাশ্চি। গোলটি আসে মার্সেলো ওয়েইগান্দের নিখুঁত ডানদিকের ক্রস থেকে। এরপর ম্যাচে আরও অনেক সুযোগ তৈরি হলেও আর কোনো গোল হয়নি। কলম্বাসের হয়ে দিয়েগো রোসি ও রাসেল-রোয়েরা সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন। পুরো ম্যাচে ১৫ শট নিয়েও মাত্র ৩টি ছিল অন টার্গেটে।

ম্যাচের শেষ দিকে, ইনজুরি টাইমে ৪.৫ মিলিয়ন ডলার মূল্যের নতুন ফরোয়ার্ড ড্যানিয়েল গাজদাগের সামনে গোলের সুবর্ণ সুযোগ এসেছিল, কিন্তু তিনি লক্ষ্যভ্রষ্ট হন। ফলে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া হয়।

অপরদিকে, লিওনেল মেসিকে পুরো ম্যাচেই ছায়ার মতো অনুসরণ করেছেন কলম্বাস মিডফিল্ডার ডার্লিংটন নাগবি। তিনি এমনভাবে কভার করেছেন, যে মেসি ছিলেন প্রায় নিষ্প্রভ। লুইস সুয়ারেজের প্রভাবও ছিল খুব কম। তবে ইন্টার মায়ামির রক্ষণভাগ ছিল অটুট। সার্জিও বুসকেটস, নোহ অ্যালেন ও গঞ্জালো লুজান দুর্দান্তভাবে গোল রক্ষা করেছেন।

এই জয়ে এমএলএসে এখন একমাত্র অপরাজিত দল ইন্টার মায়ামি। কলম্বাস ক্রু পেল মৌসুমের প্রথম হার। আর বেঞ্জামিন ক্রেমাশ্চি দিলেন নিজেকে চেনানোর আরেকটা বড় বার্তা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত