Homeখেলাধুলাভারতের বিপক্ষে হিমশীতল ব্যাটিংয়ে পাকিস্তানের ২৪১

ভারতের বিপক্ষে হিমশীতল ব্যাটিংয়ে পাকিস্তানের ২৪১


ব্যাটিংয়ের শুরুতে কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত হতাশাজনকভাবে গুটিয়ে গেছে পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে বড় লক্ষ্য দিতে ব্যর্থ হয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের আগেই ২৪১ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে শুরুটা ছিল অনিশ্চিত। দলীয় ৪৭ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার ইমাম-উল-হক (১০) ও বাবর আজম (২৩)। এরপর সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান চেষ্টা করলেও বড় স্কোর গড়তে ব্যর্থ হন। সৌদ সর্বোচ্চ ৬২ রান করেন, রিজওয়ানের ব্যাট থেকে আসে ৪৬ রান। শেষদিকে খুশদিল শাহ কিছুটা ঝড়ো ব্যাটিং (৩৯ বলে ৩৮) করলেও পাকিস্তান বড় সংগ্রহ গড়তে পারেনি।

ভারতের বোলাররা ছিলেন দারুণ নিয়ন্ত্রিত। কুলদীপ যাদব ৯ ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। হার্দিক পান্ডিয়া ২টি উইকেট নেন, আর অক্ষর প্যাটেল, হর্ষিত রানা ও রবীন্দ্র জাদেজা নেন ১টি করে। শামি ছিলেন উইকেটশূন্য, তবে দিয়েছেন মাত্র ৪৩ রান।

এখন ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নামবে রোহিত শর্মার ভারত। দুবাইয়ের ব্যাটিং সহায়ক উইকেটে এই লক্ষ্য ভারতের জন্য কঠিন হবে কি না, সেটাই দেখার অপেক্ষা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত