Homeখেলাধুলাব্রাজিল তারকার বিরুদ্ধে যৌন নিপীড়নের রায় বাতিল

ব্রাজিল তারকার বিরুদ্ধে যৌন নিপীড়নের রায় বাতিল


দুই বছর পর অবশেষে মুক্তি পেলেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা দানি আলভেস। শুক্রবার (২৮ মার্চ) স্পেনের আদালত তার ধর্ষণের সাজা বাতিল করে দিয়েছে। ২০২৪ সালে বার্সেলোনার এক নাইটক্লাবে এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন সাবেক বার্সা তারকা।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্পেনের আদালত তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছিল আলভেসকে। তবে শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার এবং আপিল করেন।

শুক্রবার উচ্চ আদালত জানায়, দানি আলভেসের দোষী হওয়ার পক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই। ফলে তার বিরুদ্ধে দেওয়া সাজা বাতিল করা হয়েছে।

আলভেসের আইনজীবী ইরেন গুয়ার্দিওলা রায়ের পর বলেন, ‘আমরা খুশি, অবশেষে ন্যায়বিচার হয়েছে। এটা প্রত্যাশিত ছিল। দানি আলভেস নির্দোষ, সেটা প্রমাণিত হলো।’

এদিকে, তার বিরুদ্ধে থাকা ভ্রমণ নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়েছে। ফলে চাইলে তিনি স্পেন ছাড়তে পারবেন।

বার্সেলোনার হয়ে ৩টি চ্যাম্পিয়ন্স লিগ, ৬টি লা লিগা সহ অসংখ্য শিরোপা জিতেছেন দানি আলভেস। খেলেছেন পিএসজি, জুভেন্টাসের মতো ক্লাবে। জাতীয় দলের হয়ে ২টি কোপা আমেরিকা ও ১টি অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন।

তবে ২০২২ সালের ঘটনাটি তার ক্যারিয়ারে বড় ধাক্কা হয়ে আসে। মেক্সিকান ক্লাব পুমাস তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করে।

স্পেনের আদালতের দেওয়া নতুন রায় এখনো চ্যালেঞ্জ করা যেতে পারে। তবে আপাতত দানি আলভেস মুক্ত এবং তার বিরুদ্ধে থাকা শাস্তি প্রত্যাহার করা হয়েছে। এখন দেখার বিষয়, এই মামলা ভবিষ্যতে নতুন মোড় নেয় কিনা!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত