বৃষ্টির কারণে আরও একটি ম্যাচ পরিত্যক্ত হলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ম্যাচটি ১২.৫ ওভার পর বন্ধ হয়ে যায়, শেষ পর্যন্ত সেটি আর মাঠে গড়ায়নি। ফলে দুই দল একটি করে পয়েন্ট ভাগাভাগি করেছে, যার ফলে চার পয়েন্ট নিয়ে সরাসরি সেমিফাইনালে উঠে গেছে অস্ট্রেলিয়া।
আফগানিস্তানের অপেক্ষা, কঠিন সমীকরণ
এই এক পয়েন্ট নিয়ে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে তিন পয়েন্টে। তবে সেমিফাইনালে যেতে হলে তাদের এখন তাকিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচের দিকে। যদি দক্ষিণ আফ্রিকা ৩০১ রান তাড়া করতে নেমে অন্তত ২০৭ রানে হারে, তাহলে নেট রানরেটে এগিয়ে থেকে আফগানিস্তান সেমিফাইনালে উঠতে পারে। কিন্তু এমন ফলাফল প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে।
অজিদের দুর্দান্ত সূচনা, বৃষ্টিতে থামল ম্যাচ
এর আগে ব্যাটিংয়ে নেমে সেদিকুল্লাহ আতালের ৮৫ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ৬৭ রানের ইনিংসে ভর করে আফগানিস্তান ৫০ ওভারে ২৭৩ রান তোলে। জবাবে অস্ট্রেলিয়া মাত্র ১২.৫ ওভারে ১০৯ রান তুলে ফেলেছিল, যেখানে ট্রাভিস হেড ৪০ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন। তবে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় জয়-পরাজয় নির্ধারিত হয়নি।
এই টুর্নামেন্টে আফগানিস্তানের পারফরম্যান্স ভালো হলেও নেট রানরেট (-০.৯৯) তাদের বিপক্ষে কাজ করছে। ইংল্যান্ড যদি দক্ষিণ আফ্রিকাকে বিশাল ব্যবধানে হারাতে না পারে, তাহলে হয়তো আফগানদের ভাগ্য সহায় হবে না হলে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাবে রশীদ-ফারুকি রা। এখন তাদের ভাগ্য নির্ভর করছে এক কঠিন সমীকরণের ওপর।