Homeখেলাধুলাবিশ্বকাপের ‍সুপার সিক্সে জুনিয়র বাঘিনীরা

বিশ্বকাপের ‍সুপার সিক্সে জুনিয়র বাঘিনীরা


দেশের নারী ক্রিকেটে এলো একই দিনে দুই জয়। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে জায়গা করে নিল বাংলাদেশের জুনিয়র বাঘিনীরা।

মালয়েশিয়ার বাঙ্গিতে অনুষ্ঠিত ম্যাচে সুমাইয়া আক্তারের দল ১৮ রানে জয় পেয়েছে। আগে ব্যাট করে ১২১ রানের লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ। জবাবে স্কটল্যান্ড থেমে যায় ২০ ওভারে ১০৩ রানে।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। কোনো রান না তুলেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা। তবে উইকেটকিপার ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌসের ২০ রানের ইনিংস এবং ফাহমিদা ছোঁয়ার সঙ্গে তার ২৬ রানের জুটি দলকে স্থিতি দেয়।

মধ্যপর্যায়ে ৫০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক সুমাইয়া আক্তার এবং আফিয়া আশিমা। তাদের ৩৮ রানের গুরুত্বপূর্ণ জুটিতে দল লড়াইয়ের পুঁজি পায়। সুমাইয়া অপরাজিত থাকেন ৩৬ বলে ২৯ রান করে, আর আফিয়া করেন ১৯ বলে ২১।

১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ভালো শুরু করলেও ইনিংসের পঞ্চম ওভারে দ্রুত ২ উইকেট হারিয়ে চাপে পড়ে। এরপর পিপা স্প্রাউল এবং নিয়াম মুইরের ৫০ রানের পার্টনারশিপ স্কটল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখালেও তা ভেঙে দেন হাবিবা ইসলাম।

লেগ স্পিনার আনিসা আক্তার ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ২৫ রানে ৪ উইকেট নিয়ে স্কটল্যান্ডের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন তিনি।

এই জয়ের ফলে ১ নম্বর গ্রুপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সুপার সিক্সে দুটি ম্যাচ জিততে পারলে সেমিফাইনালে ওঠার পথ তৈরি হবে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ১২১/৯ (সুমাইয়া ২৯*, আফিয়া ২১; নায়মা ২/১৫, মাইসিয়ে ২/২৭)

স্কটল্যান্ড: ১০৩/৮ (পিপ্পা ৪১, নিয়াম ২২; আনিসা ৪/২৫, হাবিবা ১/১৬)

ফল: বাংলাদেশ ১৮ রানে জয়ী





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত