Homeখেলাধুলাবিপিএলে রংপুরের অপ্রতিরোধ্য যাত্রায় রাজশাহীর ছেদ

বিপিএলে রংপুরের অপ্রতিরোধ্য যাত্রায় রাজশাহীর ছেদ


বিপিএলে রংপুর রাইডার্সের দাপুটে যাত্রা থামিয়ে দিল দুর্বার রাজশাহী। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩১তম ম্যাচে রাজশাহী ২৪ রানে জয়ী হয়ে রংপুরের এবারের আসরে প্রথম হার উপহার দিল।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্বার রাজশাহী ২০ ওভারে ১৭০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে। দলের পক্ষে ইয়াসির আলি ৩২ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে ছিল ২টি চার ও ৬টি ছক্কার মার। সাব্বির হোসেন ১৯ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। রংপুরের হয়ে খুশদিল শাহ এবং আকিফ জাভেদ ৩টি করে উইকেট শিকার করেন।

জয়ের জন্য ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর রাইডার্সের ব্যাটিং লাইনআপ চাপের মুখে পড়ে। ওপেনিংয়ে দ্রুত উইকেট হারিয়ে তারা কখনোই ছন্দে ফিরতে পারেনি। সাইফ হাসানের ২৯ বলে ৪৩ এবং নুরুল হাসানের ২৬ বলে ৪১ রানের ইনিংস সত্ত্বেও দলকে জয়ের বন্দরে পৌঁছানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত রংপুর ১৯.২ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায়।

রাজশাহীর বোলারদের মধ্যে রায়ান বার্ল ছিলেন দুর্দান্ত। তিনি ৪ ওভারে ২২ রান দিয়ে শিকার করেন ৪টি উইকেট। তাসকিন আহমেদ ও এসএম মেহরব ২টি করে উইকেট দখল করেন, যা রংপুরের ইনিংস ধসিয়ে দেয়।

এই ম্যাচের আগে টুর্নামেন্টে অপরাজিত থাকা রংপুর রাইডার্সের জন্য এটি ছিল প্রথম পরাজয়। দুর্বার রাজশাহীর এই জয়ে দলটি প্লে-অফে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করল।

সংক্ষিপ্ত স্কোর

দুর্বার রাজশাহী: ১৭০/৯ (ইয়াসির ৬০, সাব্বির ৩৯; খুশদিল ৩/৩১, আকিফ ৩/২৩)

রংপুর রাইডার্স: ১৪৬ (সাইফ ৪৩, নুরুল ৪১; বার্ল ৪/২২, তাসকিন ২/২০)





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত