তারুণ্যের উৎসবে যুব কাবাডির বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি, বালিকা বিভাগে শিরোপা জিতেছে রাঙামাটি জেলা।
পল্টন ময়দানে বালক বিভাগের ফাইনালে বিকেএসপি ৪২-২০ পয়েন্টে বগুড়া জেলাকে হারিয়েছে। প্রথমার্ধে ১৮-১২ পয়েন্টে এগিয়ে ছিল দলটি। বালিকাদের ফাইনালে রাঙামাটি ২৩-১৯ পয়েন্টে জয়পুরহাট জেলাকে পরাজিত করে শিরোপা উৎসব করেছে।
প্রথমার্ধে রাঙামাটি ১৩-১০ পয়েন্টে এগিয়ে ছিল। বালক বিভাগে ম্যান অব দ্য ফাইনাল হয়েছে বিকেএসপির রাকিবুর হাসান। টুর্নামেন্টের সেরা বিকেএসপির তাজুল ইসলাম, সেরা রেইডার বগুড়ার মোহাম্মদ শহীদ ও সেরা কোচের স্বীকৃতি পেয়েছে বিকেএসপির আবু হানিফা। বালিকা বিভাগে ফাইনালসেরা রাঙামাটির রুমা চাকমা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে রাঙামাটির রিতা চাকমা। সেরা রেইডার জয়পুরহাটের নাসরিন আক্তার ও সেরা কোচ রাঙামাটির অভি চাকমা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহসভাপতি হাফিজুর রহমান খান, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন ও আব্দুল্লাহ আল নোমান, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, পুলিশের অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমেদ, কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ইসরাইল হাওলাদার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী ও পুলিশের ডিআইজি মো. মনিরুজ্জামান।