Homeখেলাধুলাবিএফএসএফ বিপিএল অ্যাওয়ার্ড প্রদান | কালবেলা

বিএফএসএফ বিপিএল অ্যাওয়ার্ড প্রদান | কালবেলা


বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের পক্ষ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দেশি সংগঠক, কোচ, খেলোয়াড়, সমর্থকদের সম্মাননা জানাতে তৃতীয়বারের মতো আয়োজিত হলো বিএফএসএফ বিপিএল ফুটবল অ্যাওয়ার্ড। ২০২২-২৩ মৌসুমের পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ অডিটোরিয়ামে বিকেলে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, চলচ্চিত্র অভিনেত্রী ও নারী উদ্যোক্তা শাহনাজ মজিদ সন্ধ্যা, ক্রীড়া সংগঠক ও দিপালী সংঘের সাধারণ সম্পাদক শফিকুল আজম ভূঁইয়া শোয়েব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সভাপতি কনক রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দেশের ফুটবলের নানা বিষয়ে বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফফারকে। সফল ক্রীড়া সংগঠক হিসেবে পুরস্কৃত করা হয় বাফুফের সিনিয়র সহসভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি মো. ইমরুল হাসানকে। এ ছাড়া সেরা সমর্থক (মরণোত্তর) হাবিবুর রহমান হাবিব, সেরা রেফারি মো. আনিসুর রহমান, সেরা সহকারী রেফারি মো. নুরুজ্জামান ও সোহরাব হোসেন, সেরা প্রধান কোচ আলফাজ আহমেদ। সেরা সহকারী কোচ জাহান-ই-আলম নূরী রাহেল, সেরা গোলরক্ষক কোচ একেএম নুরুজ্জামান নয়ন, সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো, সেরা ডিফেন্ডার মেহেদী হাসান মিঠু, সেরা মিডফিল্ডার, মো. হৃদয়, সেরা ফরোয়ার্ড শেখ মোরসালিন, সেরা খেলোয়াড় মো. রাকিব হোসেন, সর্বোচ্চ গোলদাতা এলিটা কিংসলে ও উদীয়মান খেলোয়াড় হন শাহরিয়ার ইমন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত