Homeখেলাধুলাবার্সার দানি ওলমোর নিবন্ধনের আবেদন আদালতে প্রত্যাখ্যান

বার্সার দানি ওলমোর নিবন্ধনের আবেদন আদালতে প্রত্যাখ্যান


স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার জন্য বড় এক ধাক্কাই আসলো। স্প্যানিশ আদালত বার্সার স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমোর নিবন্ধন ৩১ ডিসেম্বরের পর বাড়ানোর আবেদন প্রত্যাখ্যান করেছে। ফলে নতুন বছরের দ্বিতীয়ার্ধে এই ফরোয়ার্ডের মাঠে নামা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

গত গ্রীষ্মে আরবি লেইপজিগ থেকে ৫৭ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় যোগ দেন ওলমো। তাকে অ্যান্ড্রেস ক্রিস্টেনসেনের দীর্ঘমেয়াদি ইনজুরি কাটাতে অস্থায়ী নিবন্ধন দেওয়া হয়েছিল। তবে বার্সেলোনা চেয়েছিল এই নিবন্ধন মৌসুমের শেষ পর্যন্ত বাড়ানো হোক।

বার্সেলোনা আদালতে যুক্তি দিয়েছিল, নিবন্ধন নবায়ন না করলে তা স্পেনের কর্মজীবীদের অধিকার লঙ্ঘন করবে। যদিও আদালত তাদের আবেদন নাকচ করে দিয়েছে। ২০২৩ সালে গাভির ক্ষেত্রে বার্সা একই প্রক্রিয়ায় সফল হয়েছিল, তাই এই রায়ে কিছুটা বিস্মিত ক্লাব কর্তৃপক্ষ।

লিগের বার্ষিক ব্যয় সীমা লঙ্ঘন করায় বার্সেলোনা নতুন খেলোয়াড় নিবন্ধনে সমস্যার মুখোমুখি হচ্ছে। লা লিগার নিয়ম অনুযায়ী, দলবদলে আয় বা বেতন বাঁচানোর নির্দিষ্ট একটি অংশ খরচ করতে পারে তারা। যদিও সম্প্রতি নাইকির সঙ্গে বহু বছরের নতুন চুক্তি অনুমোদন তাদের কিছুটা আর্থিক স্বস্তি দিয়েছে, তবে তা যথেষ্ট নয় বলে জানা গেছে।

ওলমোর নিবন্ধন নিয়ে দুটি বিকল্প ব্যবস্থা নিয়ে কাজ করছে ক্লাব। প্রথমত, স্পটিফাই ক্যাম্প ন্যুয়ের ভিআইপি আসনের আগাম বিক্রি এবং দ্বিতীয়ত, বোর্ড সদস্যদের পক্ষ থেকে ব্যক্তিগত আর্থিক গ্যারান্টি দেওয়া। এর আগে জুলেস কুন্ডে, জোয়া ফেলিক্স এবং জোয়া ক্যান্সেলোর নিবন্ধনের সময় একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল।

মুন্দো ডিপোর্তিভোর মতে, নিবন্ধন নবায়ন না হলে ওলমো বিনামূল্যে ক্লাব ছাড়তে পারেন। তবে ক্লাব এবং খেলোয়াড়ের ঘনিষ্ঠ সূত্রগুলো এই আশঙ্কা উড়িয়ে দিয়েছে।

বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা আশাবাদী, ওলমো ও পাউ ভিক্টরের নিবন্ধন নবায়ন করা সম্ভব হবে। তিনি জানান, আদালতের রায়ের বাইরে বিকল্প পথ খুঁজে বার্সেলোনা নিবন্ধন নবায়নে কাজ চালিয়ে যাচ্ছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত