Homeখেলাধুলাবাবরদের কোচ হিসেবে থাকছেন না কারস্টেন

বাবরদের কোচ হিসেবে থাকছেন না কারস্টেন


ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কারস্টেন পাকিস্তানের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের প্রধান কোচের পদ থেকে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেছেন। এ বছরের এপ্রিল মাসে দুই বছরের চুক্তিতে নিয়োগ পাওয়া কারস্টেন মাত্র ছয় মাস পরেই দায়িত্ব ছেড়ে দিলেন। তার পদত্যাগ আসে এমন এক সময়ে যখন পাকিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে নামার প্রস্তুতি নিচ্ছে।

ইএসপিএনক্রিকইনফো থেকে জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শিগগিরই তার পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করবে। কারস্টেনের সঙ্গে একইসঙ্গে নিয়োগ পাওয়া আরেক কোচ জেসন গিলেস্পির সঙ্গেও বোর্ডের সম্পর্কের টানাপোড়েন চলছিল, বিশেষ করে পিসিবি কোচদের সিলেকশন ক্ষমতা কমিয়ে দিলে। এ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে গিলেস্পি বলেন, “এটা আমার প্রত্যাশিত কাজ ছিল না।”

পিসিবি সম্প্রতি নতুন অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানকে নিয়োগ দিয়েছে, কিন্তু কারস্টেন এই সিদ্ধান্তে কোনো ভূমিকা রাখতে পারেননি। লাহোরে অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে বোর্ড চেয়ারম্যান মোহসিন নাকভি নতুন অধিনায়ক রিজওয়ান ও সহ-অধিনায়ক সালমান আঘাকে পরিচয় করিয়ে দেন, কিন্তু কারস্টেন সেখানে উপস্থিত ছিলেন না।

কারস্টেনের কোচিংয়ে প্রথম বড় আসর ছিল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে পাকিস্তান ভারত ও যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হয়ে প্রথম রাউন্ডেই বিদায় নেয়। পরবর্তী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে কারস্টেনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতো বলে অনেকে মনে করেন।

এখনও নিশ্চিত নয় কে কারস্টেনের স্থলাভিষিক্ত হবেন। পিসিবি অন্তর্বর্তীকালীন দায়িত্ব হিসেবে গিলেস্পিকে দায়িত্ব দিতে পারে, তবে দীর্ঘমেয়াদে আকিব জাভেদের এই পদে দৃষ্টি রয়েছে বলে জানা গেছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত