Homeখেলাধুলাবাফুফে নির্বাচনে কে কত ভোট পেলেন

বাফুফে নির্বাচনে কে কত ভোট পেলেন


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হন তাবিথ আউয়াল। রেকর্ড ১২৩ ভোট পেয়ে আগামী চার বছর বাফুফেকে পরিচালনা করবেন তিনি।

তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ইমরুল হাসান। এ ছাড়াও চার সহসভাপতি ও ১৫ সদস্যদের মধ্যে কে কত ভোট পেয়ে জয়ী হলেন, সে তালিকা দেখে নেওয়া যাক।

সভাপতি

তাবিথ আউয়াল (১২৩)
সিনিয়র সহসভাপতি (এক)
ইমরুল হাসান (বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী)

সহসভাপতি (চার)

মো. নাসের শাহরিয়ার (১১৫)
মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি (১০৮)
সাব্বির আহমেদ আরেফ (৯০)
ফাহাদ মো. আহম্মেদ করিম (৮৭)

সদস্য পদে জয়ী (১৫)

ইকবাল হোসেন (৯৮)
আমিরুল ইসলাম বাবু (৯৬)
গোলাম গাউস (৯২)
মাহিউদ্দিন সেলিম (৮৮)
টিপু সুলতান (৮৭)
মঞ্জুরুল করিম (৮৬)
জাকির হোসেন চৌধুরি (৮২)
মাহফুজা আক্তার কিরণ (৮১)
কামরুল হাসান হিল্টন (৮০)
সত্যজিত দাশ রুপু (৭৬)
ইমতিয়াজ হামিদ সবুজ (৭২)
ছাইদ হাসান কানন (৬৭)
সাখওয়াত হোসেন ভূঁইয়া শাহীন (৬৬) ও
বিজন বড়ুয়া (৬২) ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত