ফুটবলে বাংলাদেশের জন্য আজকের দিনটি বেশ ভালোই কেটেছে। নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ৩-১ গোলে উড়িয়ে সেমিতে পা রেখেছে বাংলাদেশের নারীরা। সাবিনাদের ভারত বধের সংবাদ ছাড়াও আরও একটি বিজয়ের খবর এসেছে কম্বোডিয়ার নমপেন থেকে। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্বে ফিলিপাইনের বিপক্ষে ১-০ গোলে জয় লাভ করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দল।
ম্যাচের একমাত্র গোলটি আসে ১৮ মিনিটে। শফিক রহমানের করা চমৎকার ফ্রি-কিকেই এগিয়ে যায় বাংলাদেশ। তবে গোলের প্রস্তুতি করেছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী আরহাম ইসলাম, যিনি রাইট উইং থেকে দুর্দান্ত স্কিলে বল নিয়ে ফিলিপাইনের চার ডিফেন্ডারকে পরাস্ত করেন। বক্সের ঠিক বাইরে তাকে ফাউল করলে, সেই ফ্রি কিক থেকে শফিক গোলটি করেন।
বাংলাদেশের জয় সত্ত্বেও কিছু আক্ষেপ রয়ে গেছে। প্রথম ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে ১০ জনের দলে থেকেও তারা গোল করতে না পেরে পরাজিত হয়েছিল। আজকের ম্যাচেও বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে দলটি। তবে এই জয় অবশ্যই পরবর্তী ম্যাচগুলোতে আত্মবিশ্বাস যোগাবে সাইফুল বারীর শিষ্যদের।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ ম্যাকাওয়ের বিপক্ষে শুক্রবার এবং আফগানিস্তানের বিপক্ষে রোববার।