Homeখেলাধুলাপ্রথম সেশনে বাংলাদেশের ভালো শুরু, তবে বৃষ্টির হানা

প্রথম সেশনে বাংলাদেশের ভালো শুরু, তবে বৃষ্টির হানা


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টে দিনের প্রথম সেশনে খেলা হয়েছে বেশ সমানে সমানে। প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করেছে।

টস জিতে ব্যাটিংয়ে নামা স্বাগতিকদের শুরুটা হয়েছিল ধীর গতির। ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় দুজনেই ইনিংস বড় করতে ব্যর্থ হন। সাদমান ১২ ও জয় ১৪ রানে আউট হয়ে ফেরেন ভিক্টর নায়াউচির শিকারে।

প্রথম দশ ওভারের মধ্যেই ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে এরপর হাল ধরেন মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনই ধীরে ধীরে নিজেদের মেলে ধরেন, বিশেষ করে শান্ত ছিলেন তুলনামূলক বেশি আক্রমণাত্মক। তিনি এখন পর্যন্ত ৩০ রান করে অপরাজিত আছেন ৫টি চারের মারে, আর মুমিনুল খেলছেন ২১ রানে।

জিম্বাবুয়ে প্রথম সেশনে শুরুতে সাফল্য পেলেও দ্বিতীয় ঘণ্টায় উইকেট তুলতে পারেনি। তবে বোলারদের হাতে এখনও অনেক অস্ত্র রয়েছে—বিশেষ করে ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা ও নায়াউচির মতো পেসাররা দ্বিতীয় সেশনে চাপ সৃষ্টি করতে চাইবেন।

প্রথম সেশনে ৮৪ রানে ২ উইকেট হারানো বাংলাদেশের হয়ে এখন ক্রিজে আছেন শান্ত ও মুমিনুল।

তবে লাঞ্চ বিরতির সময়ই মাঠে নামে হালকা বৃষ্টি। প্রথমে কভার উঠলেও এরপর আবার বৃষ্টির মাত্রা বাড়ায় মাঠ আবার ঢেকে ফেলা হয়। ফলে দ্বিতীয় সেশনের শুরু কিছুটা বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের ব্যাটিং (১ম ইনিংস):

মাহমুদুল হাসান জয় ১৪ (৩৫), শাদমান ইসলাম ১২ (২৩),

মুমিনুল হক ২১* (৪৬), নাজমুল হোসেন শান্ত ৩০* (৪৩)

এক্সট্রা: ৭ (বাই ৩, লেগ বাই ১, নো বল ৩)

মোট: ৮৪/২ (২৪ ওভার)

জিম্বাবুয়ের বোলিং:

ভিক্টর ন্যাউচি ৭ ওভারে ২ উইকেট

নগারাভা ও মুজারাবানির ভালো নিয়ন্ত্রণ, তবে উইকেটহীন

বৃষ্টি থামলে দ্বিতীয় সেশনটি হতে পারে বেশ গুরুত্বপূর্ণ। জিম্বাবুয়ের পেসাররা চাইবেন নতুন সেশনে দ্রুত ব্রেকথ্রু এনে দিতে, অন্যদিকে বাংলাদেশের লক্ষ্য থাকবে বড় জুটি গড়ে প্রথম ইনিংসে শক্ত ভিত তৈরি করা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত