Homeখেলাধুলাপ্রথমবার বাংলাদেশ দলে হামজা, ভারতের বিপক্ষে নামার অপেক্ষা

প্রথমবার বাংলাদেশ দলে হামজা, ভারতের বিপক্ষে নামার অপেক্ষা


বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নতুন সংযোজন হতে যাচ্ছেন হামজা চৌধুরী। ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে তার অভিষেকের সম্ভাবনা রয়েছে।

শুধু হামজাই নন, ইতালির ক্লাব আলবিও কালচোতে খেলা মিডফিল্ডার ফাহমেদুল ইসলামও জায়গা পেয়েছেন দলে। এছাড়া দীর্ঘদিন বাংলাদেশের ফুটবলের অধিনায়ক মিডফিল্ডার জামাল ভূঁইয়াও স্কোয়াডে আছেন। যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে কোনো ক্লাবে না থাকায় তার ফিটনেস নিয়ে কিছু প্রশ্ন রয়েছে।

ঘোষিত প্রাথমিক দলে সর্বাধিক ১৪ জন খেলোয়াড় বসুন্ধরা কিংস থেকে ডাক পেয়েছেন। এর পরেই রয়েছে আবাহনী লিমিটেড, যাদের ৮ জন ফুটবলার জায়গা পেয়েছেন দলে। মোহামেডান থেকে ডাক পেয়েছেন ৬ জন। গোলরক্ষক হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে ৫ জনকে, যার মধ্যে রয়েছেন মোহামেডানের সুজন হোসেন ও সাকিব আল হাসান, বসুন্ধরা কিংসের আনিসুর রহমান ও মেহেদী হাসান শ্রাবণ।

তবে গোলসংখ্যার দিক থেকে অন্যতম সেরা পারফর্মার হয়েও রহমতগঞ্জের স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন জায়গা পাননি দলে। ঠিক একইভাবে ব্রাত্য রয়ে গেছেন লিগের অন্যতম সেরা উইঙ্গার রাকিব হোসেন।

ঢাকায় সংক্ষিপ্ত অনুশীলন ক্যাম্পের পর বাংলাদেশ দল সৌদি আরবে প্রস্তুতি ক্যাম্প করবে। সেখান থেকে মূল দল নির্ধারণ করা হবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, আনিসুর রহমান, মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান।

ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, জাহিদ হাসান।

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজিম, সোহেল রানা, চন্দন রায়, মাহবুবুর রহমান জনি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী।

ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, রাব্বি হোসেন, রফিকুল ইসলাম, ইমন শাহারিয়া, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পলাশ আহমেদ নোভা, ফাহমেদুল ইসলাম।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত