Homeখেলাধুলাপেছাচ্ছে বিসিএল, থাকছে না গোলাপি বলের টেস্ট

পেছাচ্ছে বিসিএল, থাকছে না গোলাপি বলের টেস্ট


এপ্রিল-মে মাসে মাঠে গড়নোর কথা ছিল বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল)। কিন্তু ভেন্যু জটিলতায় এবার সেটা আর সম্ভব হচ্ছে না। আগামী ১৫ জুন থেকে লিগটি শুরুর চিন্তা করছে টুর্নামেন্ট কমিটি। একই সঙ্গে গোলাপি বলে লিগটি আয়োজনের চিন্তা ভাবনা থাকলেও সেটা থেকেও সরে এসেছে তারা। আপাতত লাল বলেই টুর্নামেন্ট আয়োজন করার কথা জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আকরাম খান বলেন, ‘গত মাসে বেশ কিছু পরিবর্তন এসেছে। কয়েকটি দল আসছে- ‘এ’ দল, ইমার্জিং দল। তাই ভেন্যু পাচ্ছি না বিধায় আমরা বিসিএলটা করছি জুনের ১৫ তারিখ থেকে। জুলাইয়ের ২-৩ তারিখে শেষ হবে। আমরা জানি আবহাওয়ার একটু সমস্যা হবে। কিন্তু আমাদের করার কিছু নেই। কারণ সব দিকে তাকিয়েই এটা আমরা করেছি। বিসিএল যেটা শুরু হওয়ার কথা ছিল মে মাসে, সেটা এখন ১৫ জুন থেকে শুরু করছি। ঢাকা, চট্টগ্রাম বা সিলেটে খেলাগুলো হবে।’

৮ বিভাগকে চার ভাগে ভাগ করে হবে লিগটি। অতীতের মতো এবারও বিসিবির বাইরের কিছু ফ্র্যাঞ্চাইজি রাখতে চায় টুর্নামেন্ট কমিটি। সেজন্য কিছু প্রতিষ্ঠানের সঙ্গেও যোগাযোগ করা হবে জানিয়ে আকরাম খান বলেন, ‘বাইরের ফ্র্যাঞ্চাইজি আনার চেষ্টা করব। এটা নিয়ে আলাপ চলছে। বাইরের ২-৩টা প্রতিষ্ঠানের কাছে আমরা যাব। সেই চেষ্টা আমাদের থাকব। আশা করি ২-১টা প্রতিষ্ঠান আসবে।’

জাতীয় দল, ‘এ’ দল, ইমার্জিং দল—অনেকগুলো খেলা একসঙ্গে হওয়াতে কিছুটা চ্যালেঞ্জে আছে টুর্নামেন্ট কমিটি। গোলাপি বলেও লিগ না করার পেছনে আরেকটি কারণ বিশ্বজুড়ে গোলাপি টেস্টের সংখ্যাটা কম থাকায়। আকরামের ভাষ্যে সেটা স্পষ্ট, ‘গোলাপি বলের কথা আমরা একবার চিন্তা করেছিলাম। তবে এটা এখন কঠিন। অস্ট্রেলিয়া ছাড়া আর কেউ এখন গোলাপি বলে খেলছে না। এছাড়া এই মুহূর্তে এখন অন্য সমস্যা আছে দেখে আমরা এমনিতে যেভাবে ৪ দিনের ম্যাচ হয়, সেভাবেই খেলা হবে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত