আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) -এ অংশগ্রহণের জন্য লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে। তবে লিটন ও রিশাদ সম্পূর্ণ আসরে খেলার অনুমতি দেওয়া হলেও নাহিদকে শর্তসাপেক্ষে দেওয়া হয়েছে।
বিসিবির একটি সূত্রের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম জানিয়েছে, লিটন দাস ও রিশাদ হোসেন পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন। তবে নাহিদ রানা পিএসএলে যোগ দেবেন কিছুটা দেরিতে। কারণ, একই সময়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে। এই সিরিজের প্রথম টেস্ট খেলে তারপর পিএসএলে যোগ দেবেন নাহিদ। ফলে, পেশোয়ার জালমির হয়ে প্রথম পাঁচটি ম্যাচে খেলতে পারবেন না তিনি।
বাংলাদেশের টেস্ট দলে না থাকায় রিশাদ পুরো আসরে খেলতে পারবেন। অন্যদিকে, জিম্বাবুয়ে সিরিজে বিশ্রামে থাকবেন লিটন দাস। তাই পিএসএলের শুরু থেকেই করাচি কিংসের হয়ে মাঠে নামতে তার কোনো বাধা নেই।
কোনো দলে খেলছেন কে?
- লিটন দাস: করাচি কিংস (সিলভার ক্যাটাগরি)
- রিশাদ হোসেন: লাহোর ক্যালান্দার্স (সিলভার ক্যাটাগরি)
- নাহিদ রানা: পেশোয়ার জালমি (গোল্ড ক্যাটাগরি)
১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে পিএসএলের দশম আসর। প্রতিযোগিতায় অংশ নিতে লিটন ও রিশাদ শুরু থেকেই দলের সঙ্গে থাকবেন, নাহিদ কিছু ম্যাচ মিস করে পরবর্তীতে যোগ দেবেন।
বাংলাদেশি ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে থাকে। এবারও পিএসএলে তাদের পারফরম্যান্স দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।