Homeখেলাধুলাপাঁচ সেলাইতে সৌম্যের বিপিএলও শঙ্কায়

পাঁচ সেলাইতে সৌম্যের বিপিএলও শঙ্কায়


দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ে পাওয়া চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সৌম্য সরকার। আঙুলে পাঁচ সেলাইতে অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে সময় কাটাতে হবে বাঁ হাতি এই ওপেনারকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চোটে শেষ টি-টোয়েন্টি আর মাঠে নামা হচ্ছে না সৌম্যের।

ম্যাচের সপ্তম ওভারে ফিল্ডিংয়ের সময় চোট পান সৌম্য। রভম্যান পাওয়ালের ক্যাচ হাত ফসকে পড়ে তার। তখনই চোট নিয়ে কাতরাচ্ছিল সৌম্য। পরে মাঠ থেকে উঠে যান তিনি। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানিয়েছেন, সৌম্যের তর্জনীতে পাঁচটি সেলাই লেগেছে। ম্যাচের পর একটি এক্সরে করা হয়। মাঠে ফিরতে অন্তত ৩-৪ সপ্তাহ লাগবে।

সম্প্রতি ব্যাট হাতে ছন্দে ছিলেন সৌম্য। গ্লোবাল সুপার লিগের পর জাতীয় দলেও পারফর্ম করেছিলেন তিনি। প্রথম টি-টোয়েন্টিতে ৪৩ রানের দারুণ এক ইনিংসও খেলেছিলেন। কিন্তু তার এমন চোট শঙ্কা জাগাবে বিপিএলেও। কেননা, ৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই টুর্নামেন্ট। সৌম্যকে পেতে কয়েক রাউন্ড অপেক্ষা করতে হতে পারে তার দলকে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত