Homeখেলাধুলানেইমারের বার্সায় ফেরার গুঞ্জনে যা বললেন ফ্লিক

নেইমারের বার্সায় ফেরার গুঞ্জনে যা বললেন ফ্লিক


বার্সেলোনার কোচ হানসি ফ্লিক ব্রাজিলিয়ান তারকা নেইমারের বার্সায় ফেরার সম্ভাবনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নন। তার মতে, দলবদলের বিষয়টি সম্পূর্ণ ক্লাব ও ক্রীড়া পরিচালক ডেকোর দায়িত্ব, তিনি কেবল মাঠের পারফরম্যান্সে মনোযোগ দিতে চান।

‘এটা আমার কাজ নয়,’ বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়ে দিলেন ফ্লিক।

৩৩ বছর বয়সী নেইমার চলতি বছরের জানুয়ারিতে তার শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিলেও সেখানে স্বল্পমেয়াদী চুক্তিতে খেলছেন। ফলে, গ্রীষ্মকালীন দলবদলের সময় তার ইউরোপে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গত কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন চলছে, নেইমার আবারও বার্সেলোনায় ফিরতে আগ্রহী। ২০১৭ সালে রেকর্ড €২২২ মিলিয়নে প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দেওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বর্তমানে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন।

এমএলএস ক্লাব শিকাগো ফায়ারেরও আগ্রহ ছিল তাকে দলে নেওয়ার, তবে নেইমার ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবলে ফেরার দিকেই বেশি ঝুঁকছেন বলে ইএসপিএনের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

বার্সার কোচ ফ্লিক আপাতত নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে চিন্তিত নন, বরং চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের দিকেই তার পুরো মনোযোগ। ‘আমাদের সামনে বড় সুযোগ রয়েছে, তাই আমি শুধু এই স্কোয়াডের ওপরই মনোযোগ দিচ্ছি,’ বলেন ফ্লিক।

বার্সেলোনাকে এবার চ্যাম্পিয়নস লিগের অন্যতম ফেবারিট ধরা হলেও, ফ্লিক কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ।

‘এই ধাপে এসে কোনো ম্যাচই সহজ নয়। প্রতিটি দল যোগ্যতা অর্জন করেই এখানে এসেছে, বেনফিকাও দুর্দান্ত একটি দল। আমরা জানি, তাদের মাঠের পরিবেশ কতটা আগ্রাসী হতে পারে, তাই কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।’

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেও বেনফিকার বিপক্ষে নাটকীয় জয় পেয়েছিল বার্সেলোনা। সেই ম্যাচে ৫-৪ গোলের শ্বাসরুদ্ধকর এক লড়াই হয়েছিল। এবার দুই দলের লড়াই আরও জমবে বলে মনে করছেন ফ্লিক।

‘তাদের গতিময় আক্রমণ ঠেকাতে আমাদের আগের চেয়ে ভালো প্রস্তুত থাকতে হবে,’ বলেন তিনি।

আগামী মঙ্গলবার ফিরতি লেগে আবার মুখোমুখি হবে এই দুই দল। এই রাউন্ডের জয়ী দল কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ড অথবা লিলের বিপক্ষে খেলবে।

ফ্লিক সরাসরি কিছু না বললেও, বার্সেলোনা কি সত্যিই নেইমারকে ফেরানোর চিন্তা করছে? যদি ফেরে, তাহলে কি তিনি তার আগের জাদুকরী ফর্ম দেখাতে পারবেন?





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত