Homeখেলাধুলানারী বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান

নারী বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান


২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিলেও ভারত সফর করবে না পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি নিশ্চিত করেছেন, রাজনৈতিক টানাপড়েনের কারণে পাকিস্তান দল নিরপেক্ষ ভেন্যুতে তাদের ম্যাচগুলো খেলবে।

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত দল পাকিস্তান সফর না করে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে খেলেছিল। সে অনুযায়ী, আইসিসি ও ভারত মিলে নির্ধারণ করবে পাকিস্তানের জন্য নিরপেক্ষ ভেন্যু কোনটি হবে।

নকভি বলেন, ‘যেভাবে ভারত পাকিস্তানে খেলতে আসেনি এবং নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলেছে, আমরাও তাই করবো। একটি চুক্তি হয়েছে এবং সেটা মানতেই হবে।’

২০২৪-২০২৭ সাল পর্যন্ত আইসিসি টুর্নামেন্টগুলোতে ভারত-পাকিস্তানের মধ্যে কোনো দেশ আয়োজক হলে অপর দেশ নিরপেক্ষ ভেন্যুতে খেলবে—এমন একটি ‘হাইব্রিড মডেল’ গ্রহণ করেছে আইসিসি।

এ বছর ২৯ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ, যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলবে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের বাছাইপর্বে পাকিস্তান জিতেছে তাদের সব কয়টি ম্যাচ—আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে। এর মাধ্যমে তারা বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগে থেকেই মূল পর্বে জায়গা নিশ্চিত করে রেখেছে স্বাগতিক ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

নারী দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে নকভি জানান, তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করবে পিসিবি।

‘দলটি দেখিয়েছে কীভাবে হোম কন্ডিশনের সেরা ব্যবহার করে সম্মিলিতভাবে পারফর্ম করতে হয়,’ বলেন নকভি। ‘আমি খুশি যে, আমাদের নারী ক্রিকেট এখন ভালো অবস্থানে রয়েছে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত