Homeখেলাধুলানারী ক্রিকেটে বাড়ছে সুযোগ-সুবিধা | কালবেলা

নারী ক্রিকেটে বাড়ছে সুযোগ-সুবিধা | কালবেলা


প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের দ্বিপক্ষীয় সিরিজে ম্যাচ জেতার ওপর বোনাস দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬তম পরিচালনা পর্ষদের সভায় এসেছে এমন সিদ্ধান্ত। এতে করে প্রতিটি ম্যাচ কিংবা সিরিজ জেতার জন্য আর্থিক বোনাস পাবেন নিগার সুলতানা জ্যোতিরা। একই সঙ্গে তাদের কেন্দ্রিয় চুক্তির পাশাপাশি প্রথম শ্রেণির চুক্তির সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আজ বিসিবির সভা শেষে প্রেসিডেন্ট ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

সভায় সিদ্ধান্ত হয়েছে বেশ কয়েকটি। এর মধ্যে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ীদের প্রত্যেককে ৩ লাখ টাকা করে বোনাস দেওয়ার ঘোষণা করেছে বোর্ড। পুরুষ ক্রিকেটের মতোই নারী ক্রিকেটারদেরও দ্বিপক্ষীয় সিরিজের ম্যাচ ও সিরিজ জয়ের জন্য বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ ছাড়াও নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা দ্বিগুণ করার সিদ্ধান্তও নিয়েছে বোর্ড। তবে নতুন বছর তাদের বেতনও বাড়ানো হবে বলে জানিয়েছেন ফারুক আহমেদ।

বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের মেয়েদের কেন্দ্রীয় চুক্তি একটা আছে আপনারা জানেন। এর সঙ্গে আরও ত্রিশ জন ক্রিকেটারকে, ছেলেদের যেমন জাতীয় লিগ যারা খেলে তাদের চুক্তি আছে—তেমনই ত্রিশজন মেয়ের জন্য একটা চুক্তি আনব আমরা। ছেলেদের মতো মেয়েদেরও উইনিং বোনাস চালু করেছি আমরা। যেটা নতুন জিনিস। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে ছেলেরা যেমন একেক অনুপাতে বোনাস পায়, একইভাবে মেয়েরাও বোনাস পাবে।’

ছেলেদের ম্যাচ জেতার ওপর বোনাস অনেক বেশিই হয়ে থাকে। যেটা লাখ টাকারও ওপর। তবে নারীদের ক্ষেত্রে শুরুতে সেরকম যে হবে না, সে কথাও বলেছেন ফারুক আহমেদ, ‘টাকার অঙ্ক হয়তো একটু হেরফের হবে তবে বোনাস পাবে। মূলত এগুলো নিয়েই আলোচনা করেছি। আপনারা জানেন, চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হবে। তাই এটা নিয়ে আমার বলার কিছু নেই।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত