Homeখেলাধুলানয়ানগর ইউনাইটেড চ্যাম্পিয়ন | কালবেলা

নয়ানগর ইউনাইটেড চ্যাম্পিয়ন | কালবেলা


সালমা বেগম স্মৃতি পাঠাগার ফুটবল টুর্নামেন্টে নয়ানগর ইউনাইটেড চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার নারায়ণগঞ্জ জেলার বন্দর কল্যান্দী পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় মাঠে শিরোপা লড়াইয়ে দলটি ১-০ গোলে নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারকে পরাজিত করে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ম্যাচের ৫ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন হাসান। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কর কমিশনার জহিরুল ইসলাম খান ও পাপ্পু আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালমা বেগম স্মৃতি পাঠাগারের সভাপতি মোস্তফা সাইফুল ইসলাম বাদল। চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলকে যথাক্রমে ৩২ ও ২৪ ইঞ্চি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন জয়ী দলের হাসান। এ টুনামেন্টে জেলার ২০টি দল অংশগ্রহণ করে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত