Homeখেলাধুলাদল পেলেন বাংলাদেশি ৬ খেলোয়াড়

দল পেলেন বাংলাদেশি ৬ খেলোয়াড়


নেপাল কাবাডি লিগে দল পেয়েছেন বাংলাদেশি ৬ খেলোয়াড়—মনিরুল চৌধুরী, ইয়াসিন আরাফাত, মিজানুর রহমান, শাহ মোহাম্মদ শাহান, সবুজ মিয়া ও রোমান হোসেন।

অলরাউন্ডার মনিরুল চৌধুরী (পোখারা লেকার্স), অলরাউন্ডার ইয়াসিন আরাফাত (ধানগাদি ওয়াইল্ড কেটস), রেইডার মিজানুর রহমান (কাঠমান্ডু ম্যাভেরিক্স), রেইডার শাহ মোহাম্মদ শাহান (হিমালায়ান রেইডার্স), ডিফেন্ডার সবুজ মিয়া (পোখারা লেকার্স) এবং রোমান হোসেন (হিমালায়ান রেইডার্স)। নেপাল কাবাডি লিগের বরাত দিয়ে বিষয়গুলো কালবেলাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ।

এ প্রসঙ্গে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের (বিকেএফ) সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেছেন, ‘বাংলাদেশ থেকে নিলামে ৬ খেলোয়াড়ের নাম পাঠানো হয়েছিল। সকলেই দল পেয়েছেন। আশা করছি, নেপাল কাবাডি লিগে থেকে অভিজ্ঞতা নিয়ে ফিরবেন বাংলাদেশের ৬ খেলোয়াড়।’

নেপাল কাবাডি লিগের ফেসবুক পেজে বাংলাদেশি পাঁচ খেলোয়াড়ের নাম উল্লেখ করে আলাদা কার্ডে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। ৬ ফ্র্যাঞ্চাইজি নেপাল কাবাডি লিগের প্রথম আসরে অংশগ্রহণ করবে। ১৭ জানুয়ারি শুরু হয়ে এ আসর শেষ হবে ১ ফেব্রুয়ারি। বিভিন্ন দেশেও কাবাডির নানা আয়োজনের প্রস্তুতি চলছে। আসরগুলোর বিভিন্ন দলের রাডারে আছেন বাংলাদেশি খেলোয়াড়রা।

সে দৃষ্টিকোণ থেকে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য নেপাল কাবাডি লিগ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এ প্রসঙ্গে এসএম নেওয়াজ সোহাগ বলছিলেন, ‘থাইল্যান্ড ছাড়াও বিভিন্ন দেশ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক কাবাডি প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। সে আসরের আয়োজকরাও আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আশা করছি, বাংলাদেশি খেলোয়াড়রা নেপালে ভালো নৈপুণ্য প্রদর্শন করে অন্যান্য আসরে জায়গা করে নেবেন।’

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, খেলোয়াড়দের পাশাপাশি টেকনিক্যাল অফিসিয়ালদেরও এ আসরে অংশগ্রহণের সুযোগ থাকবে। আশা করছি, বাংলাদেশ থেকে একাধিক অফিসিয়াল নেপাল কাবাডি লিগে থাকবেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত