Homeখেলাধুলাদল থেকে বাদ পড়ার দিনে লিটনের সেঞ্চুরি 

দল থেকে বাদ পড়ার দিনে লিটনের সেঞ্চুরি 


বাংলাদেশ জাতীয় দলের উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস যে ফর্মে ছিলেন না এই সত্য অস্বীকার করার উপায় নেই। বারবার সুযোগ দেওয়ার পরও ব্যর্থ লিটনকে তাই রাখা হয়নি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। কিন্তু লিটনের সবচেয়ে বড় সমালোচকদেরও মানতে হবে তার প্রতিভার কথা। সেই প্রতিভার ছাপ তিনি আজ দেখালেন বিপিএলে। দল থেকে বাদ পড়ার দিনেই দুর্দান্ত এক সেঞ্চুরি করে।

রোববার (১২ জানুয়ারি) দিনের শুরুটা লিটনের জন্য ভালো হওয়ার কথা নয়। দুপুরে ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হারিয়েছেন এই ব্যাটার। সেই কষ্ট মাথায় নিয়েই নেমে যেতে হয়েছে নিজ দল ঢাকার হয়ে বিপিএলের ময়দানে। বিপিএলেও তিনি যে খুব ফর্মে আছেন তা নয় তবে ফর্মে না থাকলেও প্রতিভা তো তার আছেই।সেই প্রতিভার ঝলকই আজ দেখালেন।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন ঢাকার এই ব্যাটার। বিপিএল এর চলতি আসরে শতক আগেও হয়েছে তবে তার সবই হয়েছে বিদেশি ক্রিকেটারের দ্বারা। চলতি আসরে প্রথম বাংলাদেশের ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন তিনি।

মাত্র ৪৪ বলে আট চার ও সাত ছক্কায় এই মাইলফলক অর্জন করেন তিনি। প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ৪৫ বলে ১০১ রান করে পরিচিত আছেন। তার সঙ্গী তানজিদ হাসান তামিম করেছেন ৫২ বলে ৭৭ রান।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত