Homeখেলাধুলাদক্ষিণ আমেরিকার ফুটবল বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেবেন রোনালদো

দক্ষিণ আমেরিকার ফুটবল বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেবেন রোনালদো


দক্ষিণ আমেরিকান ফুটবলে বর্ণবাদ, বৈষম্য ও সহিংসতা দূর করতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল । আর এই টাস্ক ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে।

কনমেবলের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই টাস্ক ফোর্সের লক্ষ্য হবে ফুটবলে বর্ণবাদ ও সহিংসতা প্রতিরোধে কার্যকর নীতি প্রণয়ন এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা। কনমেবল সভাপতি আলেহান্দ্রো দোমিংগেজের নেতৃত্বে বৃহস্পতিবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এই উদ্যোগের ঘোষণা এমন এক সময় এলো, যখন কনমেবল প্রেসিডেন্ট দোমিংগেজ নিজেই বর্ণবাদ ইস্যুতে বিতর্কের মুখে পড়েছেন। তিনি সম্প্রতি বলেছিলেন ‘ব্রাজিলিয়ান ক্লাবগুলো যদি বর্ণবাদের প্রতিবাদে কোপা লিবের্তাদোরেস ছেড়ে দেয়, তাহলে প্রতিযোগিতাটি হবে যেন ‘তারজান ছাড়া চিটা’!’

এই মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ব্রাজিলিয়ান খেলোয়াড়রা বেশ কয়েক বছর ধরে আন্তর্জাতিক ম্যাচগুলোতে বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন। বিশেষ করে বাঁদরের ডাক দেওয়া ও গালিগালাজের ঘটনা ক্রমাগত বাড়ছে।

রোনালদোর সঙ্গে এই বিশেষ কমিটিতে থাকছেন ফিফার সাবেক সেক্রেটারি জেনারেল ফাতমা সামুরা এবং আর্জেন্টিনার সাবেক ফুটবলার ও ফিফপ্রোর দক্ষিণ আমেরিকার সভাপতি সার্জিও মারচি।

ফুটবলে বর্ণবাদবিরোধী আন্দোলন জোরদার করার দাবি দীর্ঘদিনের। তবে কনমেবলের নতুন উদ্যোগে আসলেই কি পরিবর্তন আসবে?





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত