Homeখেলাধুলাতাসকিনকে ছাড়িয়ে ইতিহাস গড়ার দোরগোড়ায় খালেদ!

তাসকিনকে ছাড়িয়ে ইতিহাস গড়ার দোরগোড়ায় খালেদ!


বিপিএল ২০২৫-এর এক মৌসুমে সর্বোচ্চ উইকেটের রেকর্ড এখন তাসকিন আহমেদের দখলে। দুর্বার রাজশাহীর এই পেসার সদ্য সমাপ্ত লিগ পর্বে ১২ ম্যাচে তুলে নিয়েছেন ২৫ উইকেট, ভেঙেছেন সাকিব আল হাসানের ২০১৮-১৯ মৌসুমের ২৩ উইকেটের রেকর্ড। তবে এবার সেই মাইলফলক ছোঁয়ার সুযোগ পেয়েছেন চট্টগ্রাম কিংসের পেসার সৈয়দ খালেদ আহমেদ।

চলতি আসরে এখন পর্যন্ত ২০টি উইকেট শিকার করেছেন খালেদ, যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। ফরচুন বরিশালের পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ ও রংপুর রাইডার্সের আকিফ জাভেদও সমান উইকেট পেয়েছেন, তবে তারা দুজনই প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য জাতীয় দলে ডাক পাওয়ায় দেশে ফিরে গেছেন ফাহিম, আর প্লে-অফেই থেমে গেছে আকিফের রংপুরের পথচলা। ফলে রেকর্ড গড়ার দৌড়ে একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে টিকে আছেন খালেদ।

রেকর্ড গড়তে কত উইকেট লাগবে?

তাসকিনের গড়া রেকর্ড ছুঁতে হলে খালেদকে নিতে হবে আরও ৫ উইকেট, আর এককভাবে শীর্ষে যেতে হলে প্রয়োজন ৬ উইকেট। তবে সেটা আদৌ সম্ভব হবে কি না, সেটাই এখন দেখার বিষয়।

বিপিএলের ইতিহাসে এক মৌসুমে এত বেশি উইকেটের রেকর্ড খুব কম পেসারই গড়তে পেরেছেন। খালেদ কি পারবেন প্লে-অফে অতিরিক্ত ম্যাচের সুবিধা কাজে লাগিয়ে তাসকিনকে পেছনে ফেলতে? ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় থাকবেন সেই উত্তরের!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত