Homeখেলাধুলা‘তামিম এখন অনেকটাই ভালো’ | কালবেলা

‘তামিম এখন অনেকটাই ভালো’ | কালবেলা


জাতীয় দলের সাবেক ওপেনার ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস জানালেন আশার বার্তা—তামিম ইকবাল এখন অনেকটাই ভালো আছেন! সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি জানান, তামিমের দ্রুত সুস্থ হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন বিসিবির ট্রেনার ডালিম ভাই।

নাফীস নিজের ফেসবুকে লিখেছেন, ‘আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় তামিম এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে।’

পোস্টে নাফীস আরও বলেন, ‘বিশেষ করে বিসিবির ট্রেনার ডালিম ভাই, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আপনার কারণেই হয়তো তামিম এখনও আমাদের মাঝে আছে। আপনার সেই টানা ১৫-২০ মিনিটের সিপিআর (Cardiopulmonary Resuscitation), আপনার উপস্থিত বুদ্ধির মূল্য আমরা কখনোই চুকাতে পারব না।’

হৃদ্‌রোগজনিত জটিলতায় মাঠেই অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম। দ্রুততার সঙ্গে তাকে সাভারের কেপিজে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তার আগেই ট্রেনার ডালিম ভাই শারীরিক অবস্থা বুঝে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেন, যা তামিমের জীবন বাঁচাতে বড় ভূমিকা রেখেছে।

নাফীস তার পোস্টে আরও বলেন, ‘এক সেকেন্ডের কোনো ভরসা নাই।’ এই ঘটনা সবাইকে নতুন করে শিখিয়ে দিল—জীবন কতটা অনিশ্চিত!

তবে এখন সবচেয়ে বড় স্বস্তির খবর, তামিম সুস্থতার পথে। দেশবাসী তার দ্রুত সেরে ওঠার জন্য দোয়া করছে, আর তার সতীর্থরা কৃতজ্ঞতা জানাচ্ছেন সেইসব মানুষদের, যারা কঠিন মুহূর্তে তাকে বাঁচানোর জন্য নিরলস পরিশ্রম করেছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত