Homeখেলাধুলাতামিমের সুস্থতা কামনায় বাবর আজমের পোস্ট

তামিমের সুস্থতা কামনায় বাবর আজমের পোস্ট


বাংলাদেশের ক্রিকেটের অন্যতম তারকা তামিম ইকবালের হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এক ম্যাচ চলাকালে বুকে ব্যথা অনুভব করায় দ্রুত সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয় তাকে। চিকিৎসকরা জানান, তামিম দুবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন এবং হার্টে ব্লক ধরা পড়ায় রিং পরানো হয়েছে।

পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম সামাজিক মাধ্যমে তামিমের সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো,’ সঙ্গে যোগ করেন মোনাজাতের ইমোজি। বাবরের এই বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে, যা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মন ছুঁয়ে গেছে।

শুধু বাবরই নন, আরও অনেক আন্তর্জাতিক ক্রিকেটার তামিমের পাশে দাঁড়িয়েছেন। ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং এক আবেগঘন বার্তায় লেখেন, ‘তামিম ও তার পরিবারের জন্য আমার দোয়া ও শুভকামনা রইল। তুমি সবসময় কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছ এবং শক্তিশালী হয়ে ফিরেছো। এবারও তাই হবে। শক্ত থাকো, চ্যাম্পিয়ন!’

জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা লিখেছেন, ‘তামিম ভাইয়ের অসুস্থতার খবর শুনে মন খারাপ হয়ে গেল। আল্লাহ তোমাকে দ্রুত সুস্থ করে দিক এবং তোমার প্রিয়জনদের মাঝে ফিরিয়ে দিক। যারা এই বার্তাটি দেখছেন, দয়া করে তামিম ভাইয়ের জন্য দোয়া করবেন। জাজাকাল্লাহ।’

ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারিও শুভকামনা জানিয়ে লেখেন, ‘এই লড়াই তুমি অবশ্যই জিতবে, তামিম! একেবারে তোমার ট্রেডমার্ক স্টাইলে ফিরে আসবে। প্রার্থনা রইল।’

ডাক্তারদের মতে, তামিম এখন শঙ্কামুক্ত তবে পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে আরও কিছুদিন সময় লাগবে। ঢাকার একটি হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে আছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেটের এই অভিজ্ঞ ওপেনারের দ্রুত সুস্থতার জন্য দেশ-বিদেশের ভক্ত ও সতীর্থরা প্রার্থনা করছেন। দেশের গর্ব তামিম ইকবাল যেন দ্রুত মাঠে ফিরতে পারেন, সেটাই সবার প্রত্যাশা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত