Homeখেলাধুলাতামিমের সুস্থতা কামনায় সাকিবের বার্তা

তামিমের সুস্থতা কামনায় সাকিবের বার্তা


বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল একসময়ে ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। সময়ের পরিক্রমায় তাদের সম্পর্কের রঙ বদলেছে, কিন্তু দুঃসময়ে বন্ধুকে ভুলেননি সাকিব। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তামিমের জন্য শুভকামনা জানিয়েছেন দেশের বাইরে থাকা এই অলরাউন্ডার।

সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন বুকে ব্যথা অনুভব করেন তামিম। অবস্থা গুরুতর হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার হৃদযন্ত্রে ব্লক শনাক্ত করে চিকিৎসকরা এনজিওগ্রাম করে রিং পরান। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তামিমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সতীর্থ ও ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। দেশের অনেক ক্রিকেটারই তাকে দেখতে গেছেন কিংবা সামাজিক মাধ্যমে শুভকামনা জানিয়েছেন। যদিও দেশে নেই সাকিব, তবু দূর থেকেই এক গণমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় তামিমের সুস্থতা কামনা করে তিনি বলেন, ‘আশা করি তামিম দ্রুত সুস্থ হয়ে উঠবে। সবাই তার জন্য ও তার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে এই কঠিন সময় দ্রুত কেটে যায়।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন সাকিব। রাজনৈতিক পরিবর্তনের পর তিনি দেশে ফেরেননি, ফলে তার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তবে ব্যক্তিগত মতভেদ ভুলে গিয়ে তামিমের প্রতি তার এই শুভকামনা ক্রিকেটপ্রেমীদের মন ছুঁয়ে গেছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত