Homeখেলাধুলাতামিমের সুস্থতার জন্য দোয়া চাইলেন তাসকিন-মিরাজ

তামিমের সুস্থতার জন্য দোয়া চাইলেন তাসকিন-মিরাজ


বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে দুশ্চিন্তার ছায়া—জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আকস্মিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সাভারের বিকেএসপিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ম্যাচ খেলতে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গেছে।

শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টস শেষে ড্রেসিংরুমে ফেরার পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। সঙ্গে সঙ্গেই তাকে সাভারের কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

সতীর্থরা এ খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমের দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট করেছেন।

তাসকিন লিখেছেন, ‘তামিম ভাই গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।’

মিরাজও তার পোস্টে তামিমের সুস্থতার জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালের অবদান অনস্বীকার্য। তার এমন অসুস্থতায় ভক্ত-সমর্থকরাও উৎকণ্ঠায় রয়েছেন। সবাই প্রার্থনা করছেন, দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন দেশসেরা এই ওপেনার।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত