Homeখেলাধুলাতামিমের শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন এভারকেয়ারের চিকিৎসকেরা

তামিমের শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন এভারকেয়ারের চিকিৎসকেরা


বাংলাদেশের তারকা ব্যাটার তামিম ইকবাল এখন অনেকটাই সুস্থ। সাভারের কেপিজি হাসপাতাল থেকে গত মঙ্গলবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। সেখানকার চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং কয়েক দিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা গণমাধ্যমের সামনে তামিমের সর্বশেষ অবস্থা তুলে ধরেন। তারা জানান, ‘তিনি এখন সুস্থ আছেন, খাবার গ্রহণ করছেন, স্বাভাবিকভাবে কথা বলছেন। আজ সকালে মেডিকেল বোর্ড বৈঠক করেছে এবং রিপোর্ট অনুযায়ী তার অবস্থা আশাব্যঞ্জক।’

বর্তমানে তামিম সিসিইউতে থাকলেও আজই তাকে কেবিনে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ‘আজই তাকে কেবিনে নেওয়া হবে এবং সেখান থেকে আরও একদিন পর্যবেক্ষণে রাখার পর বাসায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।’

শারীরিক সুস্থতার পাশাপাশি তামিমের মানসিক অবস্থার বিষয়েও গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। তার দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার জন্য একজন মনোবিদ নিয়োগ দেওয়া হয়েছে, যিনি তাকে মানসিকভাবে সহযোগিতা করবেন এবং সুস্থতার পর কীভাবে জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিতে হবে, সে বিষয়ে পরামর্শ দেবেন।

চিকিৎসকদের মতে, তামিম এখন বিপদমুক্ত হলেও তাকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে। পরিবার ও ভক্তরা আশা করছেন, খুব দ্রুতই বাংলাদেশের এই তারকা ক্রিকেটার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। তামিমের দ্রুত আরোগ্যের জন্য দেশ-বিদেশ থেকে শুভকামনা ও দোয়া জানিয়ে যাচ্ছেন ভক্তরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত