জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের শারীরিক অবস্থা সংকটাপন্ন। সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। দ্রুত ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। তার হার্টের অবস্থা মূল্যায়নের জন্য এনজিওগ্রাম করা হচ্ছে।
তামিমের এই আকস্মিক অসুস্থতার প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যক্রমেও। সোমবার (২৪ মার্চ) দুপুর ১২টায় বিসিবির ১৯তম বোর্ডসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তামিমের সংকটাপন্ন অবস্থার খবর পাওয়ার পরই সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা সভা বাতিল করে সরাসরি হাসপাতালে ছুটে যান।
বিসিবির একাধিক পরিচালক এবং ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালে উপস্থিত রয়েছেন। বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও জানা গেছে, আপাতত বিসিবি সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ স্থগিত রেখেছে এবং তামিমের সুস্থতাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে, তামিমের শারীরিক অবস্থার খবরে ক্রিকেটাঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সতীর্থরা, ভক্তরা ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন—এটাই সবার প্রত্যাশা।