বাংলাদেশের ক্রিকেটের অন্যতম তারকা তামিম ইকবালের শারীরিক অসুস্থতার খবরে উদ্বিগ্ন পুরো দেশ। সেই উদ্বেগের অংশ হিসেবে তাকে দেখতে সাভারের কেপিজে হাসপাতালে গেছেন সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা ও মা শিরীন আক্তার।
ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দেশের একটি গণমাধ্যম। জানা গেছে সাকিবের বাবা-মা তামিমের শারীরিক অবস্থা জানতে হাসপাতালে গিয়েছেন। তামিমের অসুস্থতার পর থেকেই তার সতীর্থ, ভক্ত-সমর্থকসহ পুরো দেশের মানুষ তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
এর আগে, নিজের ফেসবুক পেজে তামিমের সুস্থতা কামনা করে আবেগঘন পোস্ট দেন সাকিব আল হাসান। তিনি লেখেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন হলেও, তামিমের অসুস্থতার কারণে মনটা খারাপ। আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে। চাইব, এই পথচলা আরও দীর্ঘ হোক।’
তিনি আরও যোগ করেন, ‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তোমার সুস্থতাই হবে আমার জন্মদিনের সেরা উপহার।’
প্রসঙ্গত, প্রিমিয়ার লিগের এক ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। পরে জানা যায়, তিনি হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন এবং তার হার্টে ব্লক ধরা পড়ায় রিং পরানো হয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী, তামিমের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে থাকলেও তিনি এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন। চিকিৎসকরা তাকে আরও ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন। তার দ্রুত সুস্থতার জন্য পরিবারের সদস্যদের পাশাপাশি ভক্তরাও দোয়া করছেন।