Homeখেলাধুলাতামিমকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে পরিবার

তামিমকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে পরিবার


বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার তামিম ইকবাল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সোমবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা উন্নতির দিকে থাকলেও এখনো তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে এবার জানা গেছে, আজ (মঙ্গলবার) সন্ধ্যায় তাকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে তাকে।

তামিমের শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ দুপুরে হাসপাতালে যান মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক মাসুদুজ্জামান। সেখান থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের জানান, ‘তামিমকে আজ সন্ধ্যায় (ইফতারের পর) ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। সম্ভবত তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হবে। তার শারীরিক শঙ্কা কেটে গেছে, এখানে ভালো চিকিৎসা পেয়েছে, তাই পরিবারের পক্ষ থেকে তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

তবে তিনি আরও জানান, ‘তামিমকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে না। চিকিৎসকদের দেওয়া প্রটোকল মেনে তাকে অ্যাম্বুলেন্সে করে স্থানান্তর করা হবে। তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় রেখে খুব বেশি মানুষের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। হাসপাতালেই তার পাশে আছেন শুধু তার স্ত্রী ও একজন নির্ধারিত অ্যাটেনডেন্ট।’

এর আগে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর জানিয়েছিলেন, ‘তামিমের অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো। তিনি এখন কথা বলতে পারছেন এবং খাবার গ্রহণ করছেন। তবে হৃদরোগের ঝুঁকি থাকায় তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী তিন মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। বাসায় স্বাভাবিক চলাফেরা করতে পারবেন, তবে খেলায় ফেরার সিদ্ধান্ত নেওয়া হবে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর।’

তামিমের দ্রুত সুস্থতার জন্য দেশ-বিদেশের ভক্তরা প্রার্থনা করছেন। তার ভক্তদের একটাই চাওয়া—প্রিয় ব্যাটসম্যান যেন দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত