Homeখেলাধুলাঢাকা প্রিমিয়ার লিগে লিটনের দল চূড়ান্ত, অনিশ্চয়তায় মোস্তাফিজ

ঢাকা প্রিমিয়ার লিগে লিটনের দল চূড়ান্ত, অনিশ্চয়তায় মোস্তাফিজ


ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু হতে আর মাত্র একদিন বাকি। ১২ দলের অংশগ্রহণে সোমবার থেকে মাঠে গড়াচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতা। তবে আসর শুরুর মাত্র একদিন আগে দল পেয়েছেন জাতীয় দলের তারকা ব্যাটার লিটন দাস। অন্যদিকে, এখনো নিশ্চিত হয়নি মোস্তাফিজুর রহমানের ভবিষ্যৎ।

পারিশ্রমিক সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন অনিশ্চয়তায় ছিলেন লিটন দাস। শেষ পর্যন্ত, ডিপিএল শুরুর আগের দিন নিশ্চিত হয়েছে যে তিনি গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন।

গুলশান ক্রিকেট ক্লাবের মালিকানায় রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রোববার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিশ্চিত করেছেন লিটনের দল পাওয়া প্রসঙ্গে। তামিম বলেন, লিটন দাস দল পেয়েছে, গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলবে।’

নতুন দল গঠন করা গুলশান ক্রিকেট ক্লাব মূলত তরুণদের নিয়েই সাজানো হয়েছে। দলে রয়েছে বেশ কয়েকজন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার। তাদের দায়িত্বে আছেন অভিজ্ঞ কোচ খালেদ মাহমুদ সুজন।

জাতীয় দলের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান কোন দলের হয়ে খেলবেন, সেটি এখনো নিশ্চিত নয়। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন তামিম ইকবালও।

তিনি বলেন, ‘মোস্তাফিজের ব্যাপারে আমি কিছু জানি না। তবে যদি সে দল না পায়, তাহলে এটি খুবই দুর্ভাগ্যজনক। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের অবশ্যই ডিপিএলে খেলা উচিত।’

তামিম আরও বলেন, ‘প্রিমিয়ার লিগকে আমি বাংলাদেশের ক্রিকেটের মেরুদণ্ড মনে করি। এত বড় বড় ক্লাব আছে, আমি আশা করি কেউ না কেউ মোস্তাফিজকে দলে নেবে। সে একজন পারফর্মার এবং তার জায়গা সেরা দলেই হওয়া উচিত।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত