Homeখেলাধুলাঢাকা পর্ব শেষে কে কোথায় দাঁড়িয়ে?

ঢাকা পর্ব শেষে কে কোথায় দাঁড়িয়ে?


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের প্রথম পর্ব, অর্থাৎ ঢাকা পর্বের খেলা শেষ হয়েছে। যেখানে এখন পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শীর্ষস্থানে রয়েছে রংপুর রাইডার্স। অপরাজিত থাকার কৃতিত্ব দেখিয়েছে তারা, তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে দলটি। অন্যদিকে, নিজেদের ঘরের মাঠেও হতাশাজনক পারফরম্যান্স করেছে ঢাকা ক্যাপিটালস। তিন ম্যাচের একটিতেও জিততে না পারায় এখনো পয়েন্ট তালিকায় শূন্যতেই আছে তারা।

ঢাকা পর্বে কেমন ছিল দলগুলোর পারফরম্যান্স?

ঢাকা পর্বে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স, দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস—তিনটি করে ম্যাচ খেলেছে এই দলগুলো। অন্যদিকে, খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস খেলেছে দুটি করে ম্যাচ। সবচেয়ে কম ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স, যারা মাত্র একটি ম্যাচ খেলেছে এই পর্বে।

রংপুর রাইডার্স তিন ম্যাচের সবকটিতে জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। তাদের মতোই শতভাগ জয় পেয়েছে খুলনা টাইগার্সও। তারা দুটি ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।

চিটাগাং কিংস দুই ম্যাচে এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। সমান সংখ্যক ম্যাচ খেলে ফরচুন বরিশালেরও সংগ্রহ ২ পয়েন্ট, তবে রান রেটে পিছিয়ে থাকায় তাদের অবস্থান চতুর্থ।

রাজশাহী তিন ম্যাচের মধ্যে দুটি হেরে একটিতে জয় পেয়েছে, ফলে ২ পয়েন্ট নিয়ে তারা পঞ্চম স্থানে রয়েছে। টেবিলের ছয় ও সাত নম্বরে রয়েছে যথাক্রমে ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স। দুই দলই এখনো জয়ের মুখ দেখেনি, তবে ঢাকার তুলনায় দুই ম্যাচ কম খেলেছে সিলেট।

বিপিএল পয়েন্ট টেবিল (ঢাকা পর্ব শেষে):

অবস্থান দল ম্যাচ জয় হার পয়েন্ট

১ রংপুর রাইডার্স ৩ ৩ ০ ৬

২ খুলনা টাইগার্স ২ ২ ০ ৪

৩ চিটাগাং কিংস ২ ১ ১ ২

৪ ফরচুন বরিশাল ২ ১ ১ ২

৫ দুর্বার রাজশাহী ৩ ১ ২ ২

৬ ঢাকা ক্যাপিটালস ৩ ০ ৩ ০

৭ সিলেট স্ট্রাইকার্স ১ ০ ১ ০

ঢাকা পর্ব শেষে টেবিলের শীর্ষে থাকা দলগুলোর আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে, তবে পয়েন্ট তালিকার নিচের দলগুলো নিজেদের ঘুরে দাঁড়ানোর জন্য মুখিয়ে থাকবে চট্টগ্রাম ও সিলেট পর্বের ম্যাচগুলোতে। বিপিএলের জমজমাট লড়াই চলবে, এখন দেখার বিষয়, পরবর্তী পর্বগুলোতে কোন দল কেমন পারফর্ম করে





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত