Homeখেলাধুলাট্রফি জয়ের পর শামির মায়ের পা ছুঁয়ে কোহলির শ্রদ্ধার নিদর্শন

ট্রফি জয়ের পর শামির মায়ের পা ছুঁয়ে কোহলির শ্রদ্ধার নিদর্শন


১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারত আবারও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে, আর দুবাইয়ের সেই রাত ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক স্বর্ণালি অধ্যায় হয়েই থাকবে। তবে মাঠের খেলাকে ছাপিয়ে গেছে এক আবেগঘন মুহূর্ত— যেখানে ভারতের ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি ছুঁয়ে দিলেন মোহাম্মদ শামির মায়ের পা, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

চোটের কারণে দীর্ঘ সময় ক্রিকেট থেকে দূরে ছিলেন মোহাম্মদ শামি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সে ফিরে আসেন তিনি, ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে ভারতীয় বোলিং আক্রমণের অন্যতম ভরসা হয়ে ওঠেন। ফাইনালেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি, যদিও ম্যাচ চলাকালীন ছোটখাটো ইনজুরির শিকার হন।

বড় জয়ের রাতে শামির পরিবারও ছিলেন মাঠে। ট্রফি হাতে নেওয়ার পর খেলোয়াড়দের পরিবারের সদস্যরা যখন উদযাপনে যোগ দেন, তখনই দেখা যায় বিরাট কোহলির হৃদয় ছোঁয়া এক দৃশ্য। শামির মাকে সম্মান জানিয়ে তার পা ছুঁয়ে প্রণাম করেন কোহলি, এরপর পরিবারের সঙ্গে ছবি তোলেন। মুহূর্তটি ক্যামেরাবন্দি হওয়ার পর তা ভাইরাল হয়ে যায়, আর কোহলির প্রতি ভক্তদের ভালোবাসা যেন আরও বেড়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন কোহলিকে। ভারতীয় ক্রিকেটে তার নেতৃত্বগুণ ও অসাধারণ ব্যাটিং নৈপুণ্যের জন্য তিনি বরাবরই আলোচনায় থাকেন, তবে এদিন তার মানবিক দিক আরও একবার সবার সামনে তুলে ধরলো।

দীর্ঘদিন ধরে আইসিসি টুর্নামেন্টে ব্যর্থতার বৃত্তে আটকে ছিল ভারত। কিন্তু দুবাইয়ের মাটিতে যেন সব বদলে গেল। চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো আসরেই ভারত ছিল অপরাজিত, আর ফাইনালেও তারা নিজেদের আধিপত্য ধরে রাখল।

ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয়ের নেপথ্যে বড় অবদান রাখেন অধিনায়ক রোহিত শর্মা। ৭৬ রানের ইনিংস খেলে দলকে শক্ত ভিত্তি এনে দেন তিনি। পাশাপাশি শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়ার ছোট কিন্তু কার্যকর ইনিংস ভারতকে লক্ষ্যের দিকে এগিয়ে নেয়। তবে ম্যাচের শেষদিকে কেএল রাহুলের ঠান্ডা মাথার ৩৪ রানের অপরাজিত ইনিংস নিশ্চিত করে ভারতের শিরোপা জয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত