Homeখেলাধুলাটেস্ট দলে জায়গা হারালেন জাকের, নতুন মুখ মাহিদুল

টেস্ট দলে জায়গা হারালেন জাকের, নতুন মুখ মাহিদুল


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টের দলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা টেস্টে অভিষেক হওয়া জাকের আলী জায়গা হারিয়েছেন তার জায়গায় নতুন মুখ উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের জন্য দলে ছিলেন জাকের আলী। মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে অভিষেক ম্যাচেই দ্বিতীয় ইনিংসে ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু অনুশীলনে ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে কনকাশন সমস্যায় পড়েছেন জাকের, যার ফলে দলে তার থাকা আর সম্ভব হচ্ছে না।

সোমবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। জাতীয় দলের ফিজিও বায়জুদুল ইসলাম খান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আগেও কনকাশনের সমস্যায় ভুগেছেন জাকের। সঠিকভাবে সুস্থ হতে সময় লাগতে পারে, তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে তাকে বিশ্রাম দেয়া হচ্ছে।

এদিকে মাহিদুল ইসলাম দেশের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য নজর কেড়েছেন। প্রথম শ্রেণির এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান সম্প্রতি সিলেট বিভাগের বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচে ১১৮ রানের অসাধারণ ইনিংস উপহার দেন, যা তার টেস্ট দলে অন্তর্ভুক্তির পথ আরও প্রশস্ত করেছে।

জাকেরের অনুপস্থিতিতে মাহিদুল তার অভিজ্ঞতা ও ফর্ম কাজে লাগিয়ে চট্টগ্রাম টেস্টে দলের জন্য প্রয়োজনীয় অবদান রাখতে পারবেন বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত