Homeখেলাধুলাটাইগারদের জন্য নতুন বোলিং কোচ খুঁজছে বিসিবি, আলোচনায় গুল-টেইট!

টাইগারদের জন্য নতুন বোলিং কোচ খুঁজছে বিসিবি, আলোচনায় গুল-টেইট!


বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নতুন মুখ খুঁজছে বিসিবি। যদিও বর্তমান কোচ আন্দ্রে অ্যাডামসের সঙ্গে চুক্তি রয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত, তবে তার পারফরম্যান্সে সন্তুষ্ট নয় বোর্ড। তাই মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে সরানোর পরিকল্পনা চলছে বলে দাবি দেশের একটি গণমাধ্যমের।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সেই গণমাধ্যমের দাবি, বিসিবি ইতোমধ্যেই কয়েকজন বিকল্পের সঙ্গে আলোচনা শুরু করেছে। সম্ভাব্য তালিকায় আছেন পাকিস্তানের সাবেক পেসার উমর গুল এবং অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা শন টেইট।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিং ক্যারিয়ারে বেশ সফল উমর গুল। তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কোচিং স্টাফের অংশ ছিলেন এবং পরে আফগানিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্বও সামলেছেন। বর্তমানে তিনি পাকিস্তান দলের কোচিং প্যানেলে আছেন।

অন্যদিকে, শন টেইটের কোচিং ক্যারিয়ার কিছুটা এগিয়ে। তিনি পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ ছিলেন এবং সর্বশেষ বিপিএলে চিটাগং কিংসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। তার অধীনে চিটাগং রানার্সআপ হয়েছে, যা বিসিবির নজরে এসেছে। বিপিএল চলাকালেই তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল বিসিবি।

বিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে বোর্ড নতুন একজন পেস বোলিং কোচ আনতে চায়, সেটি একপ্রকার নিশ্চিত। গুল ও টেইটের মধ্যে কার দিকে ঝুঁকবে বিসিবি? নাকি আসবে নতুন কোনো নাম?—সেটি জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত