Homeখেলাধুলাজিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে কারা থাকছেন?

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে কারা থাকছেন?


দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়ে দল কয়েকদিন আগেই এসে পৌঁছেছে সিলেটে। রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে প্রথম টেস্ট। সে উপলক্ষে শনিবার (১৯ এপ্রিল) সংবাদ সম্মেলনে হাজির হন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জানান, দল পূর্ণ প্রস্তুত রয়েছে এবং উইকেট নিয়েও আশাবাদী তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘প্রস্তুতি বেশ ভালো হয়েছে। উইকেটগুলোও অনুশীলনের জন্য মানানসই ছিল। আমরা যেভাবে প্রস্তুতি নিতে চেয়েছিলাম, মাঠের ফ্যাসিলিটিজও সেভাবে পেয়েছি। যারা মাঠ প্রস্তুত করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাতেই হয়। আশা করছি, ম্যাচেও ভালো উইকেটই পাব।’

তবে সম্ভাব্য একাদশ নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি টাইগার অধিনায়ক। জানিয়েছেন, টসের পরই চূড়ান্ত করা হবে একাদশ। তবে সূত্রের খবর ও অনুশীলনের পর্যবেক্ষণ অনুযায়ী, তিনজন পেসার এবং দুই স্পিনার নিয়ে নামতে পারে বাংলাদেশ। সঙ্গে ছয়জন বিশেষজ্ঞ ব্যাটার।

বিশেষজ্ঞদের মতে, খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই বাংলাদেশের স্কোয়াডে। কারণ, সাম্প্রতিক সময়ে টেস্ট ফরম্যাটে দল প্রায় একই চেহারায় থাকছে। সিলেটেও তাই সেই ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে।

সম্ভাব্য একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা

বাংলাদেশের টেস্ট দল নিয়ে খুব বড় চমক না থাকলেও, ম্যাচ শুরুর দিন সকালে টসের পরই নিশ্চিত হওয়া যাবে কে থাকছেন একাদশে, আর কে বাদ পড়ছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত