Homeখেলাধুলাজিম্বাবুয়েকে ৪০০ রানের টার্গেট দেওয়ার পরিকল্পনা টাইগারদের

জিম্বাবুয়েকে ৪০০ রানের টার্গেট দেওয়ার পরিকল্পনা টাইগারদের


সিলেট টেস্টের প্রথম দিনেই চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ দল। ব্যাট হাতে ব্যর্থ হয়ে ১৯১ রানে অলআউট হওয়ার পর কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে নেয় জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় দিনে ম্যাচে কিছুটা ফিরেছে স্বাগতিকরা। যদিও প্রথম ইনিংসে ৮২ রানের লিড তুলে নিয়েছে সফরকারীরা।

বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষ করেছে ১ উইকেটে ৫৭ রান নিয়ে। এখনো ২৫ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করেছে টাইগাররা। ম্যাচের এই অবস্থায় লক্ষ্য কী? সংবাদ সম্মেলনে আসা মেহেদী হাসান মিরাজ জানালেন, আপাতত লিড নেয়ার দিকেই নজর দলের। তবে তিনি আশাবাদী, উইকেট অনুযায়ী ৩৫০-৪০০ রানের লক্ষ্য ছুঁড়তে পারলে সেটা প্রতিপক্ষের জন্য কঠিন হবে।

মিরাজ বলেন, ‘এই উইকেটে যদি আমরা ভালো ব্যাটিং করতে পারি, ৩৫০-৪০০ রানের লক্ষ্য দিতে পারি, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। টেস্টে ৩০০-৩৫০ রানের টার্গেট মানেই চ্যালেঞ্জিং। কারণ উইকেট ধীরে ধীরে কঠিন হয়ে পড়বে। আমাদের সেই লক্ষ্য নিয়েই ব্যাটিং করতে হবে।’

প্রথম ইনিংসে বল হাতে উজ্জ্বল ছিলেন মিরাজ নিজেই। তুলে নিয়েছেন পাঁচ উইকেট। কিন্তু তার এই পারফরম্যান্সও জিম্বাবুয়েকে লিড নিতে থামাতে পারেনি। দিন শেষে মিরাজ বললেন, ‘গতকাল ওরা ভালো অবস্থানে ছিল, আজ আমরা শুরু থেকেই ভালো বোলিং করেছি। যেভাবে পরিকল্পনা করেছি, সেভাবেই এগিয়েছি। যদিও শেষের দিকে ওদের কিছু বাড়তি রান হয়ে গেছে, তবে সেটাও সামাল দেয়া সম্ভব।’

ব্যাটিং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দল ঘুরে দাঁড়াতে চায় বলেই জানালেন এই অফস্পিনার, ‘চাপ আমাদের ওপর তেমন কাজ করবে না যদি আমরা দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারি। ভালো সংগ্রহ দাঁড় করাতে পারলে আমরা সেটা ডিফেন্ডও করতে পারব। টেস্টের মজা এখানেই—খেলা ঘুরে যায়, কখনো এক দল এগিয়ে থাকে, কখনো আরেক দল। শেষ পর্যন্ত যারা ভালো খেলবে, তারাই জিতবে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত