Homeখেলাধুলাজাতীয় টেনিসে জারিফ-সুমাইয়া সেরা | কালবেলা

জাতীয় টেনিসে জারিফ-সুমাইয়া সেরা | কালবেলা


জাতীয় টেনিস প্রতিযোগিতার পুরুষ এককের ফাইনালে সেনানিবাস অফিসার্স টেনিস ক্লাবের জারিফ আবরার ৬-১, ৬-৩ গেমে বিকেএসপির মাহাদ বিন মালেককে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। পুরুষ দ্বৈতের ফাইনালে আমেরিকান ক্লাবের মো. রুস্তম আলী-মিলন হোসেন জুটি ৭-৬, ৬-৪ গেমে জারিফ আবরার-মো. সায়েম জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

নারী এককের ফাইনালে ঝালকাঠি টেনিস ক্লাবের সুমাইয়া আক্তার ৬-০, ৬-৪ গেমে বিকেএসপির সুবর্ণা খাতুনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন। নারী দ্বৈতের খেলায় বিকেএসপির সুবর্ণা খাতুন-জান্নাতুন ফেরদৌস জুটি ৫-৭, ৭-৫, ১০-৭ গেমে ঝালকাঠি টেনিস ক্লাবের সুমাইয়া আক্তার-সুস্মিতা সেন জুটিকে পরাজিত করে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি আব্দুল হাই সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় একক ও দ্বৈতের চ্যাম্পিয়ন মাহতাবুর রহমান (মারুফ)। এ সময় বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহসভাপতি আশরাফুজ্জামান খান (পুটন), সহসভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), কোষাধ্যক্ষ এম এ জিন্নাহ, টুর্নামেন্ট ডিরেক্টর শফিকুল ইসলাম সরকার (সোহেল) উপস্থিত ছিলেন। এ আসরে ১৬৫ খেলোয়াড় অংশগ্রহণ করছে। বিভিন্ন ইভেন্টে প্রাইজমানি হিসেবে ছিল ৩ লাখ ৩৫ হাজার টাকা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত