Homeখেলাধুলাছক্কা-উইকেটে ফিলিস্তিনের শিশুদের পাশে মুলতান সুলতানস

ছক্কা-উইকেটে ফিলিস্তিনের শিশুদের পাশে মুলতান সুলতানস


পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরে এবার মাঠের উত্তেজনা ছাড়িয়ে গিয়েছে মানবিকতার মঞ্চেও। পিএসএলে নিজেদের ম্যাচের শুরুতে এক হৃদয়স্পর্শী ঘোষণায় সবাইকে তাক লাগিয়ে দিলেন মুলতান সুলতানসের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। টসের সময় জানালেন, তাদের দল প্রতি ছক্কা ও প্রতিটি উইকেটের জন্য ফিলিস্তিনের শিশুদের জন্য ১ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৩ হাজার টাকা) করে দান করবে। পুরো টুর্নামেন্টজুড়েই চলবে এই মহতী উদ্যোগ।

রিজওয়ান বলেন, ‘শুধু ক্রিকেট খেলাই নয়, এই কঠিন সময়ে ফিলিস্তিনের শিশুদের পাশে থাকা আমাদের দায়িত্ব।’

পিএসএল ১০ শুরু হয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের আসরে ৩৪টি ম্যাচ হবে। লাহোর, রাওয়ালপিন্ডি, করাচি ও মুলতান — এই চার ভেন্যুতে হবে সব খেলা।

এদিকে, টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে করাচি কিংস। ইনজুরিতে ছিটকে গেছেন লিটন দাস। অনুশীলনে আঙুলে চোট পেয়ে স্ক্যানে ধরা পড়ে হেয়ারলাইন ফ্র্যাকচার। অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। তাই পিএসএল ১০-এর পুরো আসর থেকেই ছিটকে পড়েছেন এই বাংলাদেশি তারকা।

এক আবেগঘন বার্তায় লিটন লেখেন,‘পিএসএলে করাচি কিংসের হয়ে খেলাটা ছিল স্বপ্নের মতো। দুর্ভাগ্যবশত অনুশীলনে আঙুলে চোট পেয়েছি। স্ক্যানে হালকা ফ্র্যাকচার ধরা পড়েছে। তাই এবার দেশে ফিরছি। দয়া করে আমার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। আমার দলকে শুভকামনা।’

লিটনের জায়গায় করাচি কিংস দলে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটার বেন ম্যাকডারমট।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত