দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান সংগ্রহ করেছে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারতের সামনে শিরোপা জয়ের জন্য ২৫২ রানের লক্ষ্য।
নিউজিল্যান্ডের ইনিংসের সূচনা ভালো হলেও দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। রাচিন রবীন্দ্র (৩৭ বলে ২৯) ও উইল ইয়ং (১৫) উদ্বোধনী জুটিতে ৫৭ রান তোলেন। তবে কুলদীপ যাদবের বোলিংয়ে দ্রুত উইকেট হারিয়ে ১২.২ ওভারে ৭৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে কিউইরা।
এরপর মিডল অর্ডারে দলের হাল ধরেন ড্যারেল মিচেল। তিনি ১০১ বলে ৬৩ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন। তার সঙ্গে গ্লেন ফিলিপস (৩৪) ও টম লাথাম (১৪) কিছুটা লড়াই করেন। তবে শেষ দিকে দলের স্কোর বড় করতে বড় ভূমিকা রাখেন মাইকেল ব্রেসওয়েল। মাত্র ৪০ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে ২৫০ রানের গণ্ডি পেরোতে সাহায্য করেন তিনি।
ভারতের হয়ে কুলদীপ যাদব (১০-০-৪০-২) ও বরুণ চক্রবর্তীর (১০-০-৪৫-২) বোলিং ছিল সবচেয়ে কার্যকরী। রবীন্দ্র জাদেজা ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে ১ উইকেট নেন। মোহাম্মদ শামি ৯ ওভারে ৭৪ রান খরচ করলেও গুরুত্বপূর্ণ সময়ে ড্যারেল মিচেলকে ফিরিয়ে দেন।
এখন দেখার বিষয়, ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ব্যাটিং লাইনআপ কেমন পারফর্ম করে। দুই দলই শিরোপা জয়ের জন্য মরিয়া, ফলে ফাইনালের দ্বিতীয় ইনিংস হতে পারে রোমাঞ্চকর।