Homeখেলাধুলাচলতি মৌসুমে ক্যাম্প ন্যুতে ফিরতে পারছে না বার্সা

চলতি মৌসুমে ক্যাম্প ন্যুতে ফিরতে পারছে না বার্সা


স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা নিশ্চিত করেছে যে, চলতি লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমের বাকি সব হোম ম্যাচ তারা অলিম্পিক স্টেডিয়ামেই খেলবে। ক্যাম্প ন্যুর সংস্কারকাজ শেষ না হওয়ায় কাতালান ক্লাবটি সেখানে ফিরতে পারছে না।

বার্সেলোনা আশা করেছিল, মার্চের মধ্যেই তারা নিজেদের ঐতিহ্যবাহী স্টেডিয়ামে ফিরতে পারবে। তবে দ্বিতীয় স্তরের সংস্কারে প্রত্যাশার চেয়ে বেশি কাজ লাগায় সেটি সম্ভব হয়নি। বৃহস্পতিবার ক্লাবের সদস্যদের ই-মেইল পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বার্সা।

ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা আগেই বলেছিলেন, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের হোম ম্যাচের আগেই ক্যাম্প ন্যুতে ফিরতে চায় বার্সেলোনা। কারণ একবার ইউরোপিয়ান ম্যাচ অলিম্পিক স্টেডিয়ামে খেলে ফেললে মৌসুম শেষ হওয়ার আগে ভেন্যু পরিবর্তন করা যাবে না।

২০২৩ সালে ক্যাম্প ন্যু ছাড়ার পর থেকে অলিম্পিক স্টেডিয়ামে খেলছে বার্সেলোনা। সংস্কারকাজ শেষ হলে ক্যাম্প ন্যুর দর্শক ধারণক্ষমতা হবে ১,০৫,০০০, যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ।

এদিকে এপ্রিল ও মে মাসে বার্সেলোনার সামনে রয়েছে বেশ ব্যস্ত সূচি। ক্লাবটি পরবর্তী ৯ দিনে চারটি ম্যাচ খেলবে। ওসাসুনার বিপক্ষে ম্যাচের পর তারা জিরোনাকে আতিথ্য দেবে, এরপর অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে কোপা দেল’রের সেমিফাইনাল খেলবে। এরপর লিগে রিয়াল বেতিসের বিপক্ষে নামবে তারা।

এছাড়া, তারা চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হোম ম্যাচ খেলবে, এরপর লা লিগায় লেগানেসের মাঠে যাবে এবং দ্বিতীয় লেগ খেলতে ডর্টমুন্ড সফর করবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত