Homeখেলাধুলাচট্টগ্রাম টেস্টের আগে প্রোটিয়া শিবিরে দুঃসংবাদ

চট্টগ্রাম টেস্টের আগে প্রোটিয়া শিবিরে দুঃসংবাদ


বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার ব্যাটার ও অধিনায়ক টেম্বা বাভুমার। আগামী মঙ্গলবার শুরু হতে যাওয়া এই ম্যাচে চোটের কারণে মাঠে নামতে পারবেন না তিনি। প্রথম টেস্টে দলকে সাত উইকেটে জেতানো অধিনায়ক এইডেন মার্করামই অধিনায়কত্বে বহাল থাকবেন।

গত ৪ অক্টোবর আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ক্রিজে পৌঁছানোর চেষ্টায় ডাইভ করতে গিয়ে বাঁ কনুইয়ে চোট পান বাভুমা। এর আগে, ২০২২ সালের জুনে ভারতের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে একই কনুইয়ে ফ্র্যাকচার হওয়ায় তখন অস্ত্রোপচার না করিয়ে হাইপারবারিক অক্সিজেন থেরাপি নিয়েছিলেন তিনি। তবে এবারের চোটটি সফট টিস্যু বা নরম কোষের ক্ষত হিসেবে চিহ্নিত হয়েছে।

দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড এক সংবাদ সম্মেলনে বলেন, ‘মেডিক্যাল পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে, তিনি দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত নন। তার পুনর্বাসন কার্যক্রম কিছুটা শিথিল করা হবে যাতে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে প্রস্তুত হতে পারেন। তিনি আমাদের সেরা টেস্ট ব্যাটার এবং এটি একটি বড় ধাক্কা। তবে আমাদের দল পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম, আমরা এটিও সামলে নেব।’

বাভুমার টেস্ট ক্যারিয়ার নিয়ে সমালোচনা থাকলেও, তার ১০১ ইনিংসে মাত্র দুটি শতক এবং ৩,১০২ রান তাকে দক্ষিণ আফ্রিকার অন্যতম ব্যাটসম্যান হিসেবে দাঁড় করিয়েছে। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর থেকে কেবল ডিন এলগার তার চেয়ে বেশি রান সংগ্রহ করেছেন। বর্তমান খেলোয়াড়দের মধ্যে শুধুমাত্র ডেভিড বেডিংহ্যাম (৩৫.৫৮ গড়) বাভুমার (৩৫.২৫ গড়) চেয়ে সামান্য এগিয়ে। এছাড়া, বর্তমান দলে বাভুমার চেয়ে বেশি অর্ধশতকও কেউ করেননি।

বাভুমা বাংলাদেশ সফর শেষ না করে দেশে ফিরবেন কিনা সে বিষয়ে কনরাড বলেন, ‘এটি তার ও টিম ম্যানেজারের সিদ্ধান্ত। আমি চাই সে থেকে যাক। এটি এখনো তার দল। তবে আমি জানি, তার একটি ছোট পরিবারও রয়েছে।’

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা বুধবার থেকে শুরু হচ্ছে, যেখানে বাভুমা শ্রীলঙ্কার বিপক্ষে ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত